পাতা:শেষ প্রশ্ন.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wう> শেষ প্রশ্ন হরেন্দ্র জিজ্ঞাসা করিল, এ কথার মানে সেজদা ? অবিনাশ বলিলেন, তুমি সন্ন্যাসী মানুষ, মানেটা ঠিক বুঝবেন । কিন্তু ছোট-গিল্পী হঠাৎ যে রকম কমলের ভক্ত হয়ে উঠেচেন, তাতে আশা হয় তার অভিজ্ঞতা কাজে লাগালে ধন্য হবার পথ ওঁর আপনি পরিষ্কার হবে । ( ) এই ইঙ্গিতের কদৰ্য্যতা তাহার নিজের কানেও লাগিয়াছিল, কিন্তু দুর্বিনয়ের স্পৰ্দ্ধায় আরও কি-একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু হরেন্দ্র থামাইয়া দিল । ক্ষুন্ন কণ্ঠে কহিল, সেজদা, আপনারা সকলেই আজ অতিথি । কমলকে আমি আশ্রমের পক্ষে সসন্মানে✉ নিমন্ত্রণ করে এনেছিলাম। এ কথা আপনারা ভুলে গেলে আমাদের দুঃখের সীমা থাকৃবেনা। নীলিমা বলিল, তাহলে আমার সম্বন্ধেও দয়া° কোরে ৯ওঁকে স্মরণ করিয়ে দুাও ঠাকুরপো, যে কাউকে ছোট-গল্পী বলে ডাকৃতে থাকলেই সে সত্যিকার গৃহিণী হয়ে যায়না । তাকে শাসন করার মাত্রা-বোধ থাকা চাই। আমার দিক থেকে মুখুয্যে মশায়ের অভিজ্ঞতার ভাড়ার-ঘরে এটুকু আজ বরঞ্চ জমা হয়ে থাকৃ—ভবিষ্যতে কাজে লাগতে পারে। হরেন্দ্ৰ হাত-জোড় করিয়া বলিল, রক্ষে করুন বৌদি, যত অভিজ্ঞতার লড়াই কি আজ আমার বাসায় এসে ? যেটুকু বাকি রইল, এখন থাকৃ, বাড়ী ফিরে গিয়ে সমাধা ক’রে নেবেন, নইলে আমরা যে মারা যাই। য়ে-ভয়ে অক্ষয়কে ডাকৃলামীম, তুই কি শেষে ভাগ্যে ঘটুলো ? শুনিয়া অজিত ও কমল উভয়েই হাসিয়া ফেলিল A হরেন জিজ্ঞাস} করিল, অজিতবাবু,শুনলাম কাল না কি আপনি বাড়ী যাবেন ? কিন্তু আপনি শুনলেন কার কাছে ? Y >