পাতা:শেষ প্রশ্ন.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ›ፃS; বসিল, কমল, এমনি ভুল যদি আবার কালও ক'রে বসি, তখনো কি তোমার দেখা পাবো ? اس نے কিন্তু, যদির উত্তর তো যদি দিয়েই হয় অজিতবাবু অনিশ্চিত প্রস্তাবের নিশ্চিত মীমাংসা আশা করতে নেই। অর্থাৎ, এ মোহ আমার কাল পর্য্যন্ত টিকৃবে না এই তোমার বিশ্বাস ? 虚 অন্ততঃ, অসম্ভব নয় এই আমার মনে হয়। • অজিত মনে মনে আহত হইয়া বলিল, আমি আর যাই হই, কমল, শিবনাথ নই। কমল উত্তর করিল, সে আমি জানি অজিত-বাৰু। আর হয়ত আপনার চেয়েও বেশি ক’রে জানি । অজিত ফহিল, জানলে কখনো এ বিশ্বাস করতে না যে আজ তোমাকে আমি মিথ্যে দিয়ে ভোলাতে চেয়েছিলাম। এর মধ্যে সত্যি কিছুই ছিলনা। _ কমল কহিল, মিথ্যের কথা তো হয়নি অজিতবাবু, মোহের কথাই হয়েছিল। ও দু'টো এক বস্তু নয়। আজ মোহের বশে যদি কাউকে ভোলাতে চেয়ে থাকেন ত নিজেকেই চেয়েছেন। আমাকে বঞ্চনা করতে চাননি তা’ জানি । কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত তো তুমিই হতে কমল। আমার রাত্রের মোহ দিনের আলোতে কেটে যাবে এ নিশ্চয় বুঝেও তো সঙ্গে যেতে অসম্মত হওনি ? একি শুধুই উপহাস ? কমল একটুখানি হাসিল, যাচাই ক’রে দেখলেননা কেন ? পথ খোলা ছিল, একবারও তো নিষেধ করিনি। অজিত নিশ্বাস ফেলিয়া বলিল, যদি না করে থাকো তবে এই কথাই