পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ ඡ් لا bس a ওটা স্বাভাবিক নয়, সঙ্গত তো নয়ই। তবে, এটা স্বীকার করি এখানে না এনে তোমার কাছে পাঠানোই মণির উচিত ছিল । কমল কহিল, না, উচিত ছিলনা। মণি জানতেন চিকিৎসা করাবার সাধ্য নেই আমার । 轉 এই কথায় তাহার আর একটা কথা মনে পড়ায় তিনি অত্যন্ত অপ্রতিভ হইলেন। কমল বলিতে লাগিল, কেবল মনোরমাই নয়, শিবনাথবাবু নিজেও জানতেন শুধু সেবা দিয়েই রোগ সারে না, ওষুধ পথ্যেরও প্রয়োজন । হয়ত এ ভালোই হয়েছে যে খবর আমার কাছে না পৌছে মণির কাছে পৌচেছে। তার পরমায়ুর জোর আছে । অশুিবাবু লজ্জায় স্নান হইয়া মাথা নাড়িয়া বার বার করিয়া বলিতে লাগিলেন, এ কথাই নয় কমল,—সেবাই সব । যত্বই সব চেয়ে বড় ওষুধ । নইলে, ডাক্তার-বদ্যি উপলক্ষ মাত্র। তাহার পরলোকগত পত্নীকে মনে পড়িয়া বলিলেন, আমি যে ভুক্তভোগী কমল, রোগ ভুগে ভুগে সে শিক্ষা হয়ে গেছে। ঘরে চল, তোমার জিনিস তুমি যা ভালো বুঝবে তাই হবে। আমি থাকতে ওষুধ-পথ্যির ক্রটি হবেনা। এই বলিয়া তাহাকে পথ দেখাইয়া লইয়া চলিলেন । অজিত কি করিবে না বুঝিয়াও র্তাহাদের সঙ্গ লইল । রোগীর গৃহ পাছে গোলমালে বিশ্রামের বিঘ্ন ঘটে, এই আশঙ্কায় পা টিপিয়া নিঃশব্দে সকলে প্রবেশ করিলেন। শয্যার পাশ্বে চৌকিতে বসিয়া মনোরম রাত্রি জাগরণের ক্লাস্তিতে রোগীর বুকের পরে অবসন্ন মাথাটি রাখিয়া বোধকরি এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছে, তাহার গ্রীবার পরে পরস্পর সন্নদ্ধ দুই হাত ন্যস্ত রাখিয়া শিবনাথও সুপ্ত। স্বপ্নাতীত এই দৃশ্বের সম্মুখে অকস্মাৎ পিতার দুই চক্ষু ব্যাপিয়া যেন ঘনান্ধকারের জাল