পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন (ك سيالا নাকি তোমার ওখানে প্রায়ই থাকেন না। কথাটায় কান দিইনি, ভেবেছিলাম, এ তার অত্যুক্তি, এ তার বিদ্বেষের আতিশয্য । তুমি টাকার অভাবে কষ্টে পড়েছিলে, তখন তার হেতু বুঝিনি, কিন্তু আজ সমস্তই পরিষ্কার হয়ে গেছে,—কোথাও কোন সন্দেহ নেই। উভয়েই নীরব হইয়া রহিল ; তিনি বলিতে লাগিলেন, তোমার প্রতি অনেক ব্যবহারই আমি ভাল করতে পারিনি, কিন্তু সেই প্রথম পরিচয়ের দিনটিতেই তোমাকে ভালবেসেছিলাম, কমল। আজ তাই আমার কেবলি মনে হচ্চে, আগ্রায় যদি আমরা না আস্তাম। বলিতে বলিতে চোখের কোণে র্তাহার এক ফোটা জল আসিয়া পড়িল, হাত দিয়৷ মুছিয়া ফেলিয়া শুধু কহিলেন, জগদীশ্বর ! কমল উঠিয়া আসিয়া তাহার শিয়রে বসিল, কপালে হাত দিয়া বলিল, আপনার যে জর হয়েছে আশুবাবু। இ O আগুবাবু তাহার হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিলেন, তা’ হোকৃ। কমল, আমি জানি তুমি অতি বুদ্ধিমতী, আমার কিছু-একটা তুমি উপায় ক’রে দাও । আমার বাড়ীতে ঐ লোকটার অস্তিত্ব যেন আমার সৰ্ব্বাঙ্গে আগুন জেলে দিয়েচে । কমল চাহিয়া দেখিল, অজিত অধোমুখে বসিয়া আছে। তাহার কাছে কোন ইঙ্গিত না পাইয়া সে ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আমাকে আপনি কি করতে বলেন, বলুন । কিন্তু জবাব না পাইয়া সে নিজেও কিছুক্ষ নিঃশবে.বসিয়া রহিল, পরে কহিল, শিবনাথবাবুকে আপনি রাখতে চানন, কিন্তু তিনি পীড়িত। এ অবস্থায় হয় তাকে হাসপাতালে পাঠানো, নয় তার নিজের বাসাটা যদি জানেন পাঠাতে পারেন। আর মুদি মনে করেন আমার ওখানে পাঠিয়ে দিলে ভালো হয়, তাও দিতে পারেন । আমার আপত্তি নেই, কিন্তু জানেন তো,