পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brぬ শেষ প্রশ্ন উদ্যম নয় ? তাই যদি ভুলি, তারই প্রতি যদি আস্থা হারাই, আশা করবার আর আমাদের বাকি থাকে কি ? তপোবনের যে আদর্শ কেবল আমাদেরই ছিল, পৃথিবী খুজলেও কি আর কোথাও এর জোড়া মিলুবে অজিত ? আমাদের সমাজকে র্যারা একদিন গড়েছিলেন, আমাদের সেই প্রাচীন শাস্ত্ৰকৰ্ত্তারা ব্যবসায়ী ছিলেননা, ছিলেন সন্ন্যাসী ; র্তাদের দান নিঃসংশয়ে, নত শিরে নিতে পারাই হ’ল আমাদের চরম সার্থকতা ; এই আমাদেরু কলঘুণের পথ কমল, এ ছাড়া আর পথ নেই। অজিত স্তব্ধ হইয়া রহিল, সতীশ ও হরেন্দ্রর বিস্ময়ের পরিসীমা নাই,--এই সাহেবী চাল-চলনের মানুষটি আজ বলে, কি ! এবং রাজেন্দ্ৰ ভাবিয়া পাইলনা, অকস্মাৎ কিসের জন্য আজ এই প্রসঙ্গের অবতারণা। সকলের মুখের পরেই একটি অকপট শ্রদ্ধার ভাব নিবিড় হইয়া উঠিল । বক্তার নিজের বিস্ময়ও কম ছিলনা। শুধু বলিবার শক্তির জন্যই নয়, এমন করিয়া কাহাকেও বলিবার সুযোগও তিনি কখনও পান নাই,—র্তাহার মনের মধ্যে অনিৰ্ব্বচনীয় পরিতৃপ্তির হি স্নাল বহিতে লাগিল। ক্ষণকালের জন্য ক্ষণকাল পূর্বের দুঃখ যেন ভুলিয়া গেলেন। কহিলেন, বুঝলে কমল, কেন তোমাকে এ অনুরোধ করেছিলাম ? কমল মাথা নাড়িয়া বলিল, না । মা ? না কেন ? কমল কফুি, বিদেশী, শিক্ষার প্রভাব কাটিয়ে আবার সাবেক ব্যবস্থায় ফিরে যাবার চেষ্টা শিক্ষিতদের মুধ্যে প্রচলিত হচ্ছে, এই খবরটাই আপনি পরমানন্দে শোনাচ্ছিলেন । আপনার বিশ্বাস এতে দেশের কল্যাণ হবে, কিন্তু কারণ কিছুই দেখাননি। অনেক প্রাচীন রীতি-নীতি লোপ পেতে বসেছিল, তাদের পুনরুদ্ধারের যত্ন চলেচে । " এ হয় ত