পাতা:শেষ প্রশ্ন.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন డిసె\ు ধরার আশঙ্কা আছে নাকি ? আশা তো করি। অন্ততঃ, আশ্রমটা তাহলে বঁাচে । ওঁকে চলে যেতে বলে দেননা কেন ? ঐটি শক্ত। বলুলে এম্‌নি চলে যাবে যে মাথা খুড়লেও আর ফিরবেনা। ’ না ফিরলেই বা ক্ষতি কি ? ক্ষতি ? ওকে তো জানেন না, না জানলে সে ক্ষতির পরিমাণ বোঝা যায়না । আশ্রম না থাকে সেও সইবে, কিন্তু, ও-ক্ষতি আমার সইবে না। এই বলিয়া হরেন্দ্র মিনিটখানেক চুপ করিয়া প্রসঙ্গট হঠাৎ বদ্‌লাইয়া দিল। কহিল, একটা মজার কাণ্ড ঘটেছে। কারও সাধ্য নেই সে কল্পনাও করে। কাল সেজদার ওখান থেকে অনেক রাত্রে ফিরে গিয়ে দেখি অজিতবাবু উপস্থিত। ভয় পেয়ে গেলাম ব্যাপার কি ? অসুখ বাড়লো নাকি ? না, সে-সব কিছু নয়, বাক্স বিছানা নিয়ে তিনি এসেছেন আশ্রম-বাসী হতে । ইতিমধ্যে সতীশের সঙ্গে কথা পাকা হয়ে গেছে,—আশ্রমের নিয়মে আশ্রমের কাজে জীবন কাটাবেন এই তার পণ, এর আর নড়-চড় নেই। বড়লোক পেলে আমাদের ভালই হয়, কিন্তু শঙ্কা হোলো ভেতরে কি একটা গোলযোগ আছে। সকালে আশুবাবুর কাছে গেলাম, তিনি শুনে বললেন সঙ্কল্প অতিশয় সাধু, কিন্তু ভারতে আশ্রমের তো অভাব নেই, সে আগ্রা ছাড়া আর কোথাও গিয়ে এবৃত্তি অবলম্বন করলে আমি দিনকতক টিকৃতে পারতাম। আমাকে দেখছি তল্পি ধাধতে হোল। " কমল কোনরূপ বিস্ময় প্রকাশ করিলনা, চুপ করিয়া রহিল। হরেক্স কহিল, তার ওখান থেকেই এখানে আসূচি। ভাবচি ফিরে গিয়ে অজিতবাবুকে বোল্ব কি।