পাতা:শেষ প্রশ্ন.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ o q শেষ প্রশ্ন কমল নিঃশব্দে ফিরিয়া চাহিল। রাজেন্দ্ৰ কহিল, ইতিমধ্যে দেখচি বিছানাটা পৰ্য্যন্ত বদলে ফেলেচেন। খুজে পেতে না হয় বার করলেন, কিন্তু ওঁকে তুলে শোয়ালেন কি করে ? কমল আস্তে আস্তে বলিল, জানলে শক্ত নয়। কিন্তু জানলেন কি কোরে ? জানার তো কথা নয়। কমল বলিল, জানার কথা কি কেবল তোমাদেরই ? ছেলেবেলায় চা’ বাগানে আমি অনেক রুগীর সেবা করেচি । তাই তো বলি। এই বলিয়া সে আর একবার চারিদিকে চাহিয়া দেখিয়া কহিল, আসবার সময় সঙ্গে করে সামান্য কিছু খাবার এনেচি। কুঁজোয় জল আছে দেখে গিয়েছিলাম। খেয়ে নিন, আমি বস্চি । কমল তাহার মুখের পানে চাহিয়া একটু হাসিল, কহিল, খরার কথা তো তোমাকে বলিনি, হঠাৎ এ খেয়াল হোল কুেন ? . রাজেন্দ্র বলিল, খেয়াল হঠাৎই হোল সত্যি। নিজের যখন পেট ভরে গেল, তখন কি জানি কেন মনে হ’ল আপনারও হয়ত ক্ষিদে পেয়ে থাকৃবে। আসবার পথে দোকান থেকে কিছু কিনে নিয়ে এলাম । দেরি করবেননা, বসে যান। এই বলিয়া সে নিজে গিয়া জলের কুঁজাট তুলিয়া আনিল। কাছে কলাই-করা একটা গ্লাস ছিল, কহিল, সবুর করুন, বাইরে থেকে এটা মেজে আনি । এই বলিয়া সেটা হাতে করিয়া চলিয়া গেল। এ বাড়ীর কোথায় কি আছে সে কালই জানিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া সন্ধান করিয়া এক টুক্‌রা সাবান বাহির করিল, কহিল, "অনেক ঘঁটিা-ঘাটি ,করেছেন, একটু সাবধান হওয়া ভাল। আমি জল ঢেলে দিচ্চি, খাবার আগে হাতটা ধুয়ে ফেলুন। কমলের পিতার কথা মনে পড়িল। র্তারও এম্নি কথার মধ্যে বিশেষ রস-কস ছিলনা, কিন্তু "আন্তরিকতায় ভরা । কহিল, হাত ধুতে