পাতা:শেষ প্রশ্ন.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి లిసె * শেষ প্রশ্ন যম | তবে তুমি করো কি ? আমি করি তার তদ্বির। র্তার গুণ-মুগ্ধ পরম তক্ত আমি। এই বলিয়া সে কমলের বিস্ময়-অভিভূত মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া একটু হাসিল, কহিল, যম নয়, তিনি যমরাজ। বলিহারি তার প্রতিভাকে যিনি রাজা বলে একে প্রথমে অভিবাদন করেছিলেন । রাজাই বটে । যেমন দয়া তেমনি স্ববিবেচনা। • বিশ্ব-ভুবনে স্বষ্টিকৰ্ত্তা যদি কেউ থাকে, এ র্তার সেরা-স্থষ্টি আমি বাজি রেখে বলতে পারি। কমল আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, তুমি কি পরিহাস কোরচ রাজেন ? 鱷 একেবারে না। শুনে সতীশদা মুখ গম্ভীর করে, হরেনদা রাগ করে বলেন আমাকে সিনিক, তাদের আশ্রমে সকলে মিলৈ তারা কৃচ্ছতা, সংযম, ত্যাগ ও নানাবিধ অদ্ভুত কঠোরতার অস্ত্ৰ-শস্ত্র শানিয়ে যম-রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অতএব, মনে করেন আমি তাদের উপহাস করি। কিন্তু তা’ করিনে। দুঃখীদের পল্লীতে তারা যাননা, গেলে আমার ধারণ আমারই মত পরম রাজ ভক্ত হয়ে উঠতেন। শ্রদ্ধাবনত চিত্তে মৃত্যু-রাজার গুণগান করতেন, এবং অকল্যাণ মনে করে তাকে গাল দিয়ে আর বেড়াতেননা । কমল কহিল, এই যদি তোমার সত্যিকার মত হয় তোমাকে সিনিক বলাটা কি দোষের ? দোষেব বিচার পরে হবে। যাবেন একবার আমার সঙ্গে মুচীদের পাড়ায় ? •গড়-গড়া পড়ে আছে,—আজকের ইনফ্লুয়েঞ্জা বলেই শুধু নয়, কলেরা, বসন্ত, প্লেগ, যেকোন একটা উপলক্ষ তাঁদের জুটুলেই হ'ল। ওষুধ নেই, পধ্যি নেই, শোবার বিছানা নেই, চাপা দেবার 28