পাতা:শেষ প্রশ্ন.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Σ Σ শেষ প্রশ্ন তা জানিনে । কারণ নিজেই অনুসন্ধান করচি, সম্বাদ পেলে আপনাকে জানাবো । কমল কিছুক্ষণ ধরিয়া কি ভাবিলু, তাহার পরে কহিল, জানিয়ো, লজ্জা কোরোনা । পুনরায় কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, রাজেন, তোমার আশ্রমের দাদারা তোমাকে অল্পই চিনেচেন, " তাই তারা তোমাকে উপদ্রব মনে করেন । কিন্তু আমি তোমাকে চিনি । সুতরাং আমাকেও চিনে রাখা তোমার দরকার। অথচ, তার জন্যে সময় চাই, সে পরিচয় কথা-কাটাকাটি করে হবেনা। একটুখানি স্থির থাকিয়া পুনরায় কহিল, আমি নিজে রেধে খাই, একবেলা খাই, অতি দরিদ্রের যা আহার,—সেই একমুঠো ভাত-ডাল। কিন্তু এ আমার ব্রত নয়, তাই ভঙ্গ করতেও পারি। কিন্তু দিন দুই খাইনি বলেই নিয়ম লঙ্ঘন আমি কোরবনা। তোমার স্নেহটুকু ਦਿ। ভুলবনা, কিন্তু কথা রাখতেও তোমার পারবোনা বুজেন। তাই বলে রাগ কোরোনা যেন । না । কি ভাব চো বল ত ? ভাব চি, পরিচয়-পত্রের ভূমিকা অংশটুকু মন্দ হলনা । আমিও দেখচি সহজে ভুলতে পারবোন । সহজে ভুলুতেই বা আমি তোমাকে দেব কেন ? এই বলিয়া কমল হঠাৎ হার্সিয়া ফেলিল। কাবুল, কিন্তু আর দেরি কোরোনা, যাও । যত শীঘ্ৰ পারো ফিরে এসো। • ঐ বড় আরাম-চৌকিটায় একটা কম্বল পেতে রাখবো,—দু’চার ঘণ্টা ঘুমোবার পরে যখন সকাল হবে, তখন আমরা বাসায় চলে যাবো,—কেমন ? রাজেন্দ্র মাথা নাড়িয়া কহিল, আচ্ছা । ভেবেছিলাম রাত্রিটা বোধ