পাতা:শেষ প্রশ্ন.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ২১৬ সরাইয়া দিলেন, কি যে তাহার যথার্থ হেতু, এত কথার পরেও সে এতবড় আঘাত শিবনাথকে দিতে পারিলনা । বাহিরে পা-গাড়ীর ঘণ্টার শব্দ শুনা গেল। শিবনাথ কোন কথা না কহিয়া পুনৰ্ব্বার পাশ ফিরিয়া শুইল । ঘরে ঢুকিয়া রাজেন্দ্র চাপা গলায় কহিল, এই যে সত্যিই জেগে আছেন দেখচি। রুগী কেমন ? ওষুধ টযুদ্ধ আর খাওয়ালেন ? কমল ঘাড় নাড়িয়া বলিল, না, আর কিছু খাওয়াইনি। রাজেন্দ্র অঙ্গুলি সঙ্কেতে কহিল, চুপ, । ঘুম ভেঙে যাবে,—সেট। ভালো না । না। কিন্তু তোমার মুচীরা করলে কি ? তারা লোক ভালো, কথা রেখেচে । আমার যাবার আগেই যমরাজের মহিষ এসে ত্বাত্মা দু’টো নিয়ে গেছে, সকালে ধড়দু’টো তাদের মিউনিসিপ্যালিটির মহিষের হাবালা করে দিতে পারলেই খালাস । আরও গোটা আষ্টেক শুষ চে, কাল একবার দেখিয়ে আনবো। আশা করি প্রচুর জ্ঞানলাভ করবেন। কিন্তু আরাম-চৌকির ওপর আমার কম্বলের বিছানা কই ? ভুলে গেছেন ? কমল বিছানা পাতিয়া দিল । আঃ—বাচলাম, বলিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া হাতলের উপর দুই পা ছড়াইয়া দিয়া রাজেন শুইয়া পড়িল । কহিল, ছুটো-ছুটিতে ঘেমে গেছি,—একটা পাখাটাখা আছে নাকি ? : কমল পাখা হাতে করিয়া চৌকিটা তাহার শিয়রের কাছে টানিয়া আনিয়া বলিল, আমি বাতাস কুচি, তুমি ঘুমোও। রুগীর জন্তে দুশ্চিন্তার কারণ নেই, তিনি ভাল আছেন। বাঃ—সব দিকেই সুখবর। এই বলিয়া সে চোখ বুজিল ।