পাতা:শেষ প্রশ্ন.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ' ૨૨ જ এ মৎলব আপনাকে দিলে কে ? যেই দিয়ে থাকৃ কাজটা ভালো করেননি । কেন ? I কেন কি ? সেখানে যাওয়া মানে তো প্রায় আত্মহত্যা করা । বরঞ্চ, আমরা তো ভেবেছিলাম শিবনাথবাবু আগ্রা থেকে চলে যাবার পরে আপনিও নিশ্চয় অন্যত্র গেছেন । অবশু দিন কয়েকের জন্তে —নইলে বাসাটা রেখে যেতেননা,— আচ্ছা; রাজেনের খবর কিছু জানেন ? সে কি সহরে অাছে না আর কোথাও চলে গেছে ? হঠাৎ এমন ডুব মেরেছে যে কোন সন্ধান পাবার যো নেই। র্তাকে কি আপনার বিশেষ প্রয়োজন ? না, প্রয়োজন বলতে সচরাচর লোকে যা বোঝে তা নেই। তবুও প্রয়োজনই বটে। কারণ, আমিও যদি তার খোজ নেওয়া বন্ধ করি তো একা পুলিশ ছাড়া আর তার আত্মীয় থাকেন । আমার বিশ্বাস আপনি জানেন সে কোথায় আছে । কমল বলিল, জানি । কিন্তু আপনাকে জানিয়ে লাভ নেই। বাড়ী থেকে যাকে তাড়িয়ে দিয়েছেন, বেরিয়ে গিয়ে সে কোথায় আছে সন্ধান নেওয়া শুধু অন্যায় কৌতুহল। * * হরেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু সে আমার বাড়ী নয়, আমাদের আশ্রম । সেখানে স্থান দিতে তাকে পারিনি, কিন্তু তাই বলে সে নালিশ আর একজনের মুখ থেকেও আমার সয়না। বেশ আমি চললাম। তাকে পূর্বেও অনেকবার খুজে বার করেচি, এবারও বার কবৃতে পারবো, আপনি ঢেকে রাখতে পারবেননা । তাহার কথা শুনিয়া কমল হাসিয়া কহিল তাকে ঢেকে যে রাখবে। হরেনবাবু, রাখতে পারলে কি আমার দুঃখ ঘুচ্বে আপনি মনে করেন ?