পাতা:শেষ প্রশ্ন.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । 8은 দু’একবার চুমুক দেওয়া ছাড়া কমল কিছুই খায় নাই। ক্ষুঃস্বরে সেই অকুযোগ করিতেই কমল সহাস্তে কহিল, এর মধ্যেই আমাকে ভু’লে গেলেন ? ভু’লে গেলাম ? তার মানে ? তার মাধে এই যে আমার খাওয়ার ব্যাপারটা আপনার মনে নেই। অসময়ে আমি তো কিছু খাইনে । এবং সহস্ৰ অনুরোধেও এর ব্যতিক্রম হবায়ু যো নেই,—এই কথাটা হবেন্দ্র যোগ করিয়া দিল । প্রত্যুত্তরে কমল তেমনিই হাসিমুখে বলিল, অর্থাৎ, এ একগুঁয়েমির পরিবর্তন নেই। কিন্তু অত দৰ্প আমি করিনে, হরেন বাবু, তবে সাধারণতঃ, এই নিয়মটাই অভ্যাস হয়ে গেছে তা মানি । পথে বাহির হইয়া কমল জিজ্ঞাসা করিল, আপনি এখন কোথায় চলেছেন বলুন ত ? হরেন্দ্র বলিল, ভয় নেই, আপনার বাড়ীর মধ্যে ঢুকবন, কিন্তু যেখান থেকে এনেচি সেখানে পৌছে না দিলে অন্যায় হবে । তখন রাত্রি হইয়াছে, পথে লোক চলাচল বিরল হইয়া আসিতেছে, অকস্মাৎ, অতি-ঘনিষ্ঠের ন্যায় কমল তাহার একটা হাত নিজের হাতের মধ্যে টানিয়া লইযা বলিল, চলুন আমার সঙ্গে। ন্যায়-অন্যায়ের বিচার বোধ আপনার কত সূক্ষ্ম দাড়িয়েছে তার পরীক্ষা দেবেন। হরেন্দ্র সঙ্কোচে শশব্যস্ত হইয়া উঠিল। ইহা যে ‘ভালো হইলনা, এমন করিয়া পথ চলায় যে ধপদ আছে, এবং পরিচিত কেহ কোথা इंइड সম্মুখে আসিয়া পড়িলে লজ্জার একশেষ হইবে হরেন্দ্র ত্বাহা স্পষ্ট দেখিতে লাগিল, কিন্তু না বলিয়া হাত ছাড়াইয়া লওয়ার অশোভন রূঢ়তাকেও সে মনে স্থান দিতে পারিলনা। ব্যাপারটা বিত্র ঠেকিল,