পাতা:শেষ প্রশ্ন.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b 는 8S) • শেষ প্রশ্ন এবং এই শঙ্কটাপন্ন অবস্থা মানিয়া লইয়াই তাহারা বাসার দরজার সম্মুখে আসিয়া পৌছিল। বিদায় লইতে চাহিলে কমল কহিল, এত তাড়াতাড়ি কিসের ? আশ্রমে অজিতবাবু ছাড়া তো কেউ নেই। হরেন্দ্র কহিল, না । আজ তিনিও নেই, সকালের গাড়ীতে দিল্লী গেছেন, সম্ভবতঃ, কাল ফিরবেন। কমল জিজ্ঞাসা করিল, গিয়ে খাবেন কি ? অাশ্রমে পাচক রাখবার তো ব্যবস্থা নেই । হরেন্দ্র বলিল, না, আমরা নিজেরাই রাধি । অর্থাৎ, আপনি আর অজিতবাবু ? ই। কিন্তু হাস্চেন যে ? নিতান্ত মন্দ রাধিনে আমরা । তা জানি । এবং পরক্ষণে সত্যই গম্ভীর হইয়া বলিল, অজিত বাবু নেই, সুতরাং ফিরে গিয়ে আপনাকে নিজেই রেধে ধেতে হবে । অামার হাতে খেতে যদি ঘৃণা বোধ না করেন তো আমার ভারি ইচ্ছে আপনাকে নিমন্ত্রণ করি। খাবেন আমার হাতে ? হরেন্দ্র অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বলিল, এ বড় অন্যায় । আপনি কি সত্যই মনে করেন আমি ঘূণায় অস্বীকার করতে পারি ? এই বলিয়া সে* একমুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া বলিল, আপনাকে জানাতে ক্রটি করিনি ষে যারা আপনাকে বাস্তবিক শ্রদ্ধা • করে আমি তাদেরই একজন। আমুর আপত্তি শুধু অসময়ে দুঃখ দিতে আপনাকে চাইনে । কমল বলিল, আমি দুঃখ বিশ্বেষ পাবোনা তা নিজেই দেখতে পাবেন e আসুন। রাধিতে বসিয়া,কহিল, আমার আয়োজন সামান্ত, কিন্তু আশ্রমে আপনাদেরও যা দেখে এসেচি তাকেও প্রচুর বলা চলেনা। - সুতরাং,