পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 8C: • শেষ প্রশ্ন কিছু ভাব তেও পারিনে যে আমাদের মত আপনার দারিদ্র্যও প্রকৃত নয়, একবার ইচ্ছে করলেই এ দুঃখ মরীচিকার মত মিলিয়ে যাবে। কিন্তু সে ইচ্ছে আপনার নেই, কারণ, আপনিও জানেন স্বেচ্ছায় নেওয়া দুঃখকে ঐশ্বৰ্য্যের মতই ভোগ করা যায়। কমল বলিল, যায়। কিন্তু কেন জানেন ? ওটা অপ্রয়োজনের দুঃখ, —দুঃখের অভিনয় বলে । সকল অভিনয়ের মধ্যেই খানিকটা কৌতুক থাকে, তাকে উপভোগ করায় বাধা নেই। এই বলিয়া সে নিজেও কৌতুক ভরে হাসিল । সহসা ভারি একটা বেসুরা বাজিল। খোচ খাইয়া করেন ক্ষণকাল মৌন থাকিয়া জবাব দিল,—কিন্তু এটা তো মানেন যে প্রাচুর্য্যের মাঝেই জীবন তুচ্ছ হয়ে আসে, অথচ, দুঃখ-দৈন্যের মধ্যে দিয়ে মানুষের চরিত্র মহৎ ও সত্য হয়ে গড়ে ওঠে ? কমল ষ্টোভের উপর হইতে,কড়াটা নামাইয়া রাখিল, এবং আর একটা কি চড়াইয়া দিয়া বলিল, সত্য হয়ে গড়ে ওঠার জন্যে ওদিকেও খানিকটা সত্য থাকা চাই হরেনবাবু। বড়লোক, বাস্ত; কে অভাব নেই, তবু ছদ্ম-অভাবের আয়োজনে ব্যস্ত। . আবার যোগ দিয়েছেন অজিতবাবু। আপনার আশ্রমের ফিলজফি আমি বুঝিনে, কিন্তু এটা বুঝি দৈন্ত-ভোগের বিড়ম্বনা দিয়ে কখনো বৃহৎকে পাওয়া যায়না । পাওঁয়া যায় শুধু খানিকটা দন্ত আর অহমিকা। সংস্কারে অন্ধ না হয়ে একটুখানি চেয়ে থাকলেই এ বৰ দেখতে পাবেন,—দৃষ্টাস্তের জন্যে ভারত পর্য্যটন করে বেড়াক্তে হবেন । কিন্তু তর্ক থাকৃ, রান্না শেষ হরে এল, এবার খেতে বসুন । হরেন্দ্র হতাশ হইয়া বলিল, মুস্কিল এই যে ভারতবর্ষের ফিলজফি বোঝা আপনার সাধ্য নয়। আপনার শিরার মধ্যে মেচ্ছ রক্তের