পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন , રહર যোগ্যতা আমার নেই, আমি শুধু শরীবের শস্ত গায়ের কাপড়ই সেলাই করতে পারি। এ পারিনে । হরেন্দ্র বিপদে পড়িল । শেষে কহিল, এ তার ভারি ইচ্ছে । কিন্তু পাছে আপনি জানতে পারেন, পাছে আপনার মনে হয় আমরা কোনমতে আপনাকে কিছু দেবার চেষ্টা করচি, সেই ভয়ে অনেকদিন আমি স্বীকার করিনি। তাকে বলেছিলাম অল্প মূল্যের সাধারণ একটা কোন কাপড় কিনে দিতে । কিন্তু সে রাজি হোলনা । বললে, এ তো আমার নিত্য-ব্যবহারের মেরজাই নয়, এ কমলের হাতের তৈরি জামা, এ শুধু বিশেষ উপলক্ষে পৰ্ব্ব-দিনে পরবার। এ আমার তোলা থাকৃবে । এ জগতে তার চেয়ে বেশি শ্রদ্ধা বোধকরি আপনাকে কেউ করেন । # কমল বর্পিল,ণকছুকাল পুৰ্ব্বে ঠিক এর উল্টো কথাই তার মুখ থেকে বোধকবি অনেকেই শুনেছিল । নগ্ন কি ? একটু চেষ্টা করলে আপনারও হয়ত স্মরণ হবে । মনে করে দেখুন ত ? এই সেদিনের কথা, হরেন্দ্রর সমস্তই মনে ছিল ; একটু লজ্জা পাইয়া বালল, মিথ্যে নয় ; কিন্তু এ ধারণা তো একদিন অনেকেরই ছিল। বোধহয় ছিলনা শুধু আশুবাবুর, কিন্তু তাকেও একদিন বিচলিত হতে দেখেচি । আমার নিজের কথাটাই ধরুননা,—আজ তো আর প্রমাণ দিতে হবেনা, কিন্তু সেদিনের কষ্ঠি-পাথরে ঘযে ভক্তি-শ্রদ্ধা যাচাই করতে চাইলে আমিই বা দাড়াই কোথায় ? o কমল' জিজ্ঞাসা করিল, রাজেনের খোজ পেলেন ? * হরেন বুঝিল এই সকল হৃদয়-সম্পর্কিত আলোচনা অার একদিনের মত আজও স্থগিত রহিল । বলিল, না, এখনো পাইনি। ভরসা আছে এসে উপস্থিত হলেই পালো ।