পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૬૨ • শেষ প্রশ্ন হরেন্দ্র কহিল, এ মস্ত সাস্তুনা । সাস্তুনা ? কেন ? তা জানিনে । কেহই আর কথা কহিল না—উভয়েই কেমন একপ্রকার বিমন। হইয়া রহিল । হরেন্দ্র ইচ্ছা করিয়াই বোধ করি একটু ঘুর-পথ লইয়াছিল, আগুবাবুর বাটতে আসিয়া যখন তাহারা পৌছিল তখন সন্ধ্যা অনেকক্ষণ উত্তীর্ণ হইয়া গেছে। খবর দিয়া ঘরে ঢুকিবার প্রয়োজন ছিল না, কিন্তু দিন পাচ ছয় হরেন্দ্র আসিতে পারে নাই বলিয়া বেয়ারাটাকে সুমুখে পাইয়া জিজ্ঞাসা করিল, বাবু তালো আছেন ? সে প্রণাম করিয়া কহিল, হা—তালোই আছেন। র্তার ঘরেই আছেন ? না, উপরে সামনের ঘরে বসে সবুই গল্প করচেন। সিড়িতে উঠিতে উঠিতে কমল জিজ্ঞাসা করিল, সবাইট কারা ? হরেন্দ্ৰ কহিল, বৌদি—আর বোধ হয় কেউ—কি জানি । .পর্দা সরাইয়া ঘরে ঢুকিয়া ছ'জ নেই একটু আশ্চৰ্য্য হইল। এসেন্স ও চুরুটের কড়া গন্ধ একত্রে মিশিয়া ঘরের বাতাস ভারী হইয়া উঠিয়াছে। নীলিমা উপস্থিত নাই, আশুবাবু বড় চেয়ারের হাতলে দুই পা ছড়াইয় দিয়া চুরুট টানিতেছেন এবং অদূরে সোফার উপরে সোজা হইয়া বসিয়া একজন অপরিচিতা মহিলা । ঘরের কড়া আব-হাওয়ার মতই কড়া ভাব,—বাঙালীর মেয়ে, কিন্তু বাংলা বলায় রুচি নাই। হয়ত, অভ্যাসও নাই। হরেন্দ্র ও কমল ঘরে পা দিয়াই শুনিয়াছিল তিনি অনর্গল ইংরাজি বলিয়া যাইতেছেন! • আপ্তবাবু মুখ ফিরিয়া চাহিলেন। কমলের প্রতি চোখ পড়িতেই