পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షి'S বেলার মুখের প্রতি চাহিয়া আণ্ডবাবু একটু হাসিলেন, কহিলেন, কেমন, বর্ণনা আমার মিললো ত ? বুড়োবয়সের extravágance ব’লে উপহাস করা যে উচিত হয়নি মানলে তো ? মহিলাটি নিৰ্ব্বাক হইয়া রহিলেন । আগুবাবু কমলের হাতখানি বার কয়েক নাড়াচাড়া করিয়া বলিতে লাগিলেন, এই মেয়েটির বাইরেট দেখেও মানুষের যেমন আশ্চৰ্য্য লাগে ভেতরটা দেখতে পেলেও তেমূনি অবাক্ হতে হয় । কেমন হরেন্দ্র ঠিক নয় ? o হরেন্দ্রও চুপ করিয়া রহিল ; কমল হাসিয়া জবাব দিল, এ ঠিক কিনা তাতে সন্দেহ আছে, কিন্তু কেউ যদি witzatzo extravagant বলে তামাসা করে থাকেন তিনি যে বেঠিক নন তাতে সন্দেহ নেই। মাত্রা জ্ঞানটা আপনার এ সংসারে অচল । ইস্, তাই বই কি ! বলিয়াই আগুবাবু গভীর স্নেহের সুরে কহিলেন, এ বাড়ীতে খাওয়াতে তোমাকে কিছুতেই পারবোন জানি, কিন্তু নিজের বাসাতে আজ কি খেলে বলোত ? রোজ যা খাই, তাই । তবু কি শুনিই না ? বেলা ভাবছিলেন এ ও আমি বাড়িয়ে বলেচি। কমল কহিল, অর্থাৎ আমার সম্বন্ধে আমার অসাক্ষাতে অনেক আলোচনাই হয়ে গেছে ? তা’ হয়েছে—অস্বীকার করবনা । রৌপ্য পাত্রে একখানা ছোট কার্ড লইয়া বেহারা- ঘরে ঢুকিল । লেখাটা সকলেরই চোখে পড়িল এবং, সকলেই আশ্চৰ্য্য হইলেন।