পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৭ , শেষ প্রশ্ন অজিত কবাট খুলিয়া দিতে কমল রাস্তায় নামিয়া আসিয়া কহিল, অন্ধকারের ওর চেয়েও বড় অপরাধ আছে অজিতবাবু, একলা যেতে ভয় করে । এই ইঙ্গিতে অজিত নিঃশব্দে পাশে নামিয়া দাড়াইতেই কমল ড্রাইভারকে বলিল, এবার তুমি বাড়ী যাও, এর ফিরে যেতে দেরি হবে। সে কি কথা ! এত রাত্রে এ অঞ্চলে আমি গাড়ী পাবে। কোথায় ? তার উপায় আমি কুরে দেবো । গাড়ী চলিয়া গেল । অজিত কহিল, কোন ব্যবস্থাই হবেনা জানি, অন্ধকারে তিন চার মাইল হাটতে হবে। অথচ, আপনাকে পৌছে দিয়ে আমি অনায়াসে ফিরে যেতে পারতাম । পারতেননা । কারণ, আপনাকে না খাইয়ে ওই আশ্রমের অনিশ্চয়তার মধ্যে আমি যেতে দিতে পারতামনা । সম্প্রন । বাসায় দাসী আলো জালিয়া আজ অপেক্ষা করিয়া ছিল, ডাকিতেই দ্বার খুলিয়া দিল। উপরে গিয়া কমল সেই সুন্দর আসনখানি পাতিয়া রান্নাঘরে বসিতে দিল । আয়োজন প্রস্তুত ছিল, ষ্টোভ জালিয়া রান্না চড়াইয়া দিয়া অদূরে উপবেশন করিয়া জিজ্ঞাসা করিল, এমনি আর একদিনের কথা মনে পড়ে ? নিশ্চয় পড়ে।

  • আচ্ছা, ত্বার সঙ্গে আজ কোথায় তফাৎ বলতে পারেন ? বলুন

ত দেখি ? অজিত ঘরের মধ্যে ইতস্ততঃ দৃষ্টিপাত করিয়া কোনখানে কি ছিল এবং নাই মনে করিবার চেষ্টা করিতে লাগিল । কমল হাসিমুখে কহিল, ওদিকে সারারাত খুজল্পেও পাবেননা । আর একদিকে সন্ধান করতে হবে।