পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ९१० এবং ইহার পরে উভয়েই নীরব হইয়া রহিল । হয়ত, অপরকে প্রশ্ন করার চেয়ে নিজকে জিজ্ঞাসা করার প্রয়োজন দু’জনেই বেশি করিয়া অনুভব করিল। কি-ই বা রান্না, শেষ হইতে বিলম্ব হইলনা । আহারে বসিয়া অজিত গম্ভীর হইয়া বালল, অথচ, মজা এই যে, যার যত টাকাকড়িই থাকুক তোমার উপার্জনের অন্ন হাত পেতে না খেয়ে কারও পরিত্রাণ নেই। অথচ, নিজে তুমি কারও নেবেন, কারও খাবেনা । মাথা খুঁড়ে মরে গেলেও না । কমল হাসিয়া কহিল, আপনারা খান কেন ? তাছাড়া কবেই বা আপনি মাথা খুড়লেন ? অজিত বলিল, মাথা খেড়িবার ইচ্ছে বহুবারই হয়েছে। আর, তোমার খাই শুধু তোমার জবরদস্তির সঙ্গে পেরে উঠিনে বলে। আজ আমি যদি বলি কমল, এখন থেকে তোমার সমস্ত ভার নিলাম, এ উল্লুবৃত্তি আর কোরোনা, তুমি তখনি হয়ত এমুনি কটু কথা বলে উঠবে যে আমার মুখ দিয়ে আর দ্বিতীয় বাক্য বার হবেনা। কমল জিজ্ঞাসা করিল, এ কথা কি বলেছিলেন কোনদিন ? মনে হয় যেন বলেছিলাম । আর আমি শুনিনি সে কথা ? না | তাহ’লে শোনবার মতে ক’রে বলেননি। হয়ত, মনের মধ্যে শুধু •ইচ্ছে হ’য়েই ছিল—মুখ দিয়ে তা প্রকাশ পায়নি। আচ্ছা, ধর আজই যদি বলি ? তা’হলে জামিও যদি বলি,—না । অজিত হাতের গ্রাস নামাইয়া রাখিয়া কহিল, এই তো! তোমাকে