পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ९१8 তাহলে ঠেলে তুলে দেবো । তার দরকার হবেনা কমল, ঘুম আমার চোখ থেকে উবে গেছে। আচ্ছা, সে পরীক্ষা পরে হবে,—এই বলিয়া লে ঘর হইতে বাহির হইয়া গেল । রান্নার পাত্রগুলি যথাস্থানে তুলিয়া রাখা, উচ্ছিষ্ট বাসন বারান্দায় বাহির করিয়া দেওয়া, দাসী বহুক্ষণ চলিয়া গেছে,—নীচে সিড়ির কবাট বন্ধ করা—গৃহস্থালীর এমুনি-সব ছোট-খাটো কাজ তখনো বাকি, সে সব সারিয়া তবে তাহার ছুটি । কমলের সযত্ন রচিত শুভ্ৰ-সুন্দর শয্যাটির পরে বসিয়া একাকী ঘরের মধ্যে হঠাৎ তাহার দীর্ঘনিশ্বাস পড়িল । বিশেষ কোন গভীর হেতু যে ছিল তাহ নয়, শুধু মনের মধ্যে একটা ভালো-লাগার তৃপ্তি। হয়ত, একটু কৌতুহল মেশানো,–কিন্তু আগ্রহের উত্তাপ নাই—শুধু একটি শান্ত আনন্দের মধুর স্পর্শ যেন নিঃশব্দে সৰ্ব্বাঙ্গ পরিব্যাপ্তঞ্চকরিয়াছে। অজিত ধনীর সন্তান, আজন্ম বিলাসের মধ্যেই প্রতিপালিত ; কিন্তু হরেন্দ্রর ব্রহ্মচৰ্য্যাশ্রমে ভৰ্ত্তি হওয়া অবধি দৈন্য ও আত্ম-নিগ্রহের সুদুৰ্গম পথে ভারতীয় বৈশিষ্ট্যের মৰ্ম্মোপলব্ধির একাগ্র সাধনা এদিক হইতে দৃষ্টি তাহার অপসারিত করিয়াছিল। হঠাৎ চোখে পড়িল হলুদ রঙের সুতা দিয়া তৈরি বালিশের অড়ের চারিধারে ছোট্ট গুটিকয়েক চন্দ্রমল্লিকা ফুল। বিছানার চাদরের যে-কোণটি ঝুলিয়া আছে তাহাতে শাদা রেশম দিয়া বোনা কোন একটি অজানা লতার একটুখানি ছবি। এইটুকু শিল্প-কৰ্ম্ম—সামান্তই ব্যাপার। কত লোকের ঘরেই তো আছে। অবসর কালে কমল নিজের হাতে সেলাই করিয়াছে। দেখিয়া অজিত মুগ্ধ হইয়া গেল।” হাতে করিয়া সেইটি নড়াচাড়া করিতেছিল, কমুল বাহিরের কাজ সারিয়া ঘরে আসিয়া দাড়াইতে তাহার মুখের পামে চাহিয়া বলিয়া উঠিল, বাং—বেশ তো ! * o