পাতা:শেষ প্রশ্ন.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**t • শেষ প্রশ্ন কমল একটু আশ্চৰ্য্য হইল,—কি বেশ ? ঐ লতাটুকু ? ই, আর এই হলদে রঙের ফুলগুলি । তুমি নিজে করেছো, না ? কমল হাসিমুখে বলিল, চমৎকার প্রশ্ন। নিজে নয়ত কি কারিগর ডেকে তৈরি করিয়েছি ? আপনার চাই ঐ রকম ? না না না,—আমার চাইনে। আমি কি কোরব ?e তাহার এই ব্যাকুল ও সলজ্জ প্রত্যাখ্যানে কমল হাসিয়া কহিল, আশ্রমে নিয়ে গিয়ে শোবেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন কমল রাত জেগে তৈরি করে দিয়েছে। দ্যুৎ ! দ্যুৎ কেন ? নিজের জন্যে এ সব জিনিস কেউ তৈরি করেনা, করে আর একজনের জন্যে কষ্ট কোরে ঐ ফুলগুলি যে শেলাই করেছিলাম সে কি আপনি শোবো বলে ? একদিন একজন আসবেই,—শুধু তারই জন্যে এ সব তোলা ছিল । সকালে যখন চলে যাবেন সমস্ত আপনার সঙ্গে দেবো। இ এবার অজিত নিজেও হাসিল, কহিল, আচ্ছা কমল, আমি কি এতই বোকা ?

  • কেন ?

তুমি আমাকেই মনে করে এ সব তৈরি করেছিলে এ-ও বিশ্বাস কৌরব ? কেন করবেননা ? কোরবনা সত্যি নয় বলে । কিন্তু সত্যি বললে বিশ্বাস করবেন বলুন ? নিশ্চয় কোরব। তোমার পরিহাসের কোন সীমা নেই,—কোথাও বাধেনা। সেই মোটরে বেড়াবার কথা মনে হলে আমার লজ্জার অবধি