পাতা:শেষ প্রশ্ন.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२११ • শেষ প্রশ্ন কমল নিজেও কিছুক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিল, চুপ করে কি ভাবচেন বলুন ত ? অজিত কহিল; শুধু চুপ করেই আছি, তাবতে পারছিনে। তার কারণ ? o 制 কারণ ? তোমার কথা শুনে আমার বুকের ভেতরণযেন ঝড় বয়ে গেল। শুধুই ঝড়,—না এলো আনন্দ, না এলো আশা । কমল নিঃশব্দে চাহিয়া রহিল। অজিত ধীরে ধীরে বলিতে লাগিল, কমল, একটা গল্প বলি শোন । আমার মাকে একবার আমাদের গৃহদেবতা রাধা-বল্লভজিউ পুজোর ঘরে মূৰ্ত্তি ধরে দেখা, দিয়েছিলেন, তার হাত থেকে খাবার নিয়ে স্বযুখে বসে খেয়েছিলেন;–এ তার নিজের চোধুে দেখা। তবুও বাড়ীর কেউ আমরা বিশ্বাস করতে পারিনি। সবাই বুঝলে এ তার স্বপ্ন কিন্তু, এই অবিশ্বাসের দুঃখ তার মৃত্যুকাল পর্য্যন্ত যায়নি। আজ তোমার কথা শুনে আমার সেই কথা মনে পড়চে । ২ তুমি তামাসা করোনি জানি, কিন্তু আমার মায়ের মতো তোমারো কোথাও মস্ত ভুল হয়েছে। মানুযে জীবনে এমন বুহুকাল যায় নিজের সম্বন্ধে সে অন্ধকারেই থাকে। হয়ত, হঠাৎ একদিন চোখ খোলে। আমারও তেম্নি। এতদিন পৃথিবীর কত যায়গাতেই তো ঘুরেচি—শুধু এই আগ্রায় এসে 'আমি নিজেকে দেখতে পেলাম। আমার থাকার মধ্যে আছে শুধু টাকা। বাবার দেওয়া । এ ছাড়া এমন কিছুই নিজের নেই যে আমারও অজ্ঞাতসারে তুমি আমাকেই ভালোবাস্তে পারে। কৰ্মল কহিল, টাকার জন্যে ভাব না নেই, আশ্রম-বাসীরা একবার যখন সন্ধান পেয়েছে তখন সে ব্যবস্থা তারাই করবে, এই বলিয়া সে হাসিয়া কহিল, কিন্তু অন্য সকল দিকেই যে আপনি এমন নিঃস্ব এ