পাতা:শেষ প্রশ্ন.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ২৭৮ খবর কি ছাই আগে পেয়েছি ? তাছাড়া ভালো-মন্দ বুঝে দেখবার সময় পেলাম কই ? মনের মধ্যে শুধু একটা সন্দেহের মতই ছিল,— ঠিকানা পেতামনা,—কেবল এই তো মিনিট দশেক হ’লো একলা ঘরে । বিছানার সুমুখে দাড়িয়ে অকস্মাৎ ঠিক খবরটি কে এসে আমার কানে-কানে দিয়ে গেল । 豔 অজিত গভীর বিস্ময়ে প্রশ্ন করিল, সত্যি বোল্‌চে মাত্র মিনিট দশেক ? কিন্তু সত্যি হলে এতে পাগলামি । কমল বলিল, পাগলামিই তো ! তাই তো আপনাকে বলেছিলাম আমাকে আর কোথাও নিয়ে চলুন। বিবাহ ক’রে ঘর-সংসার করুন এ ভিক্ষে তো চাইনি ? অজিত অত্যন্ত কুষ্ঠিত হইল, কহিল, ভিক্ষে বোলুচ কেন কমল, এ ভিক্ষে চাওয়া নয়, এ তোমার ভালোবাসার অধিকার। কিন্তু অধিকারের দাবী তুমি করলেন, চাইলে শুধু তাই বা বুদবুদের মত স্বল্পায়ু এবং তারই মত মিথ্যে। § y” কমল কহিল, হতেও পারে এর পরমায়ু কম, কিন্তু তাই বলে মিথ্যে হবে কেন ? আয়ুর দীর্ঘতাকেই যারা সত্য বলে আঁকড়ে ধরতে চায়ু আমি তাদের কেউ নয়। কিন্তু এ আনন্দের যে কোন স্থায়িত্ব নেই কমল । না-ই থাকৃ। কিন্তু গাছের ফুল শুকোবে বলে সুদীর্ঘস্থায়ী শোলাঁর ফুলের তোড়া বেঁধে যারা ফুল-দানিতে সাজিয়ে রাখে, তাদের সঙ্গে আমার মতে মেলেনা। আপনাকে"মারও একবার ঠিক এই কথাই বলেছিলাম যে, কোন আনন্দেরই স্থায়িত্ব নেই। আছে শুধু তার। ক্ষণস্থায়ী দিনগুলি । সেই তো মানব-জীবনের চরম সঞ্চয়। তাকে । বাধ তে গেলেই সে মরে । তাই তো বিবাহের স্থায়িত্ব আছে, নেই