পাতা:শেষ প্রশ্ন.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন | ミbペ বাইরের শুকৃনো লতা মরে গিয়েও গাছের সর্বাঙ্গ জড়িয়ে কামড়ে এ টে থাকে, সেই হ’ল সত্য ? অজিত একমনে শুনিতেছিল, শেষ হইলে সহসা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিল, একটা কথা আমরা প্রায় ভুলে যাই যে আসলে তুমি আমাদের আপনার নয়। তোমার রক্ত, তোমার সংস্কার, তোমার সমস্ত শিক্ষা বিদেশের । তার প্রচণ্ড সংঘাত তুমি কিছুতেই কাটিয়ে উঠতে পারোনা । এবং এইখানেই আমাদের সঙ্গে তোমার অহরহ ধাক্কা লাগে। রাত অনেক হল কমল, এ নিফল কলহ বন্ধ কর,— এ আদর্শ তোমার জন্যে নয় । ጳ. কোন আদর্শ ? আপনার ব্রহ্মচর্য্য আশ্রমের ? A অজিত খোচ খাইয়া মনে মনে রাগ করিল, কহিল, বেশ তাই । কিন্তু এর গুঢ়তত্ব বিদেশীদের জন্যে নয়। এ তুমি বুঝবেন। আপনার সাগরেদি করলেও পারবন ? ন} | এবার কমল হাসিয়া উঠিল, যেন সে মানুষ আর নয়। কহিল, আচ্ছা বলুন তো, কি হলে ঐ সাধুদের অডিডা থেকে আপনার নাম কাটিয়ে দিতে পারি ? বাস্তবিক, ঐ আশ্রমটা হয়েছে যেন আমার চক্ষুশূল । অজিত বিছানায় গুইয়া পড়িয়া বলিল, রাজেন্দ্রকে ডেকে এনে তুমি অনায়াসে আশ্রয় দিলে,—তোমার কিছুই বোধহয় মনে হোলোনা,—না ? —কি আঁবার মনে হবে ? এ সব বোধ করি তুমি গ্রাহাই করোনা ? কি গ্রাহ করিনে, আপনাদের মতামত ? না । নিজের সম্বন্ধেও বোধকরি কখনো ভয় করোনা ?