পাতা:শেষ প্রশ্ন.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ミbrbア হিম-ঋতুর প্রথমাৰ্দ্ধ প্রায় গত হইতে চলিল, কিন্তু যে-কারণেই হৌক, এ বৎসর শীত এখনো তেমন কড়া করিয়া পড়ে নাই । আজ কিন্তু সকাল হইতেই টিপি-টিপি বৃষ্টি নামিয়াছিল,—বিজ্ঞালের দিকে সেটা চাপিয়া আসিল । বাহিরের কেহ যে আসিতে পারবে এমন সস্তাবনা রহিলন । ঘরের শাশীগুলা অসময়েই বন্ধ হইয়াছে, আশুবাবু আরাম-কেদারায় তেম্নি পা ছড়াইয়া একটা শাল চাপা দিয়া কিএকখানা বই পড়িতেছেন, বেলা হয়ত কতকূট বিরক্তির জন্যই বলিয়া বসিল, এ পোড়া-দেশের সবই উণ্টে। কিছুকাল আগে এ অঞ্চলে একবার এসেছিলাম,—জুন কিম্বা জুলাই হয়ত হবে,—এই জলের জন্যে যে দেশ জুড়ে এতবড় হাহাকার ওঠে না এলে এ কখনো আমি ভাবতেও পারতুমনা । তাই ভাবি, এ কঠিন দেশে লোকে তাজমহল গড়তে গিয়েছিল কোন বিবেচনায় ? [. নীলিমা অদূরে একটা চেকিতে বসিয়া সেলাই করিতেছিল, মুগ্ধ না তুলিয়াই কহিল, এর কারণ কি সকলে টের পায় ? পায়না । বেলা সরল চিত্তে প্রশ্ন করিল, কেন ? χ' নীলিমা বলিল, সমস্ত বড় জিনিসই যে মানুষের হাহাকারের মধ্যেই জন্মলাভ করে, পৃথিবীর আমোদ-আহ্নাদেই যারা মগ্ন এ তাদের চোখে পড়বে কোথা থেকে ? জবাবটা এমনি অভাবিত রূপে কঠোর যে সুধু বেলা নিজে নয়, আগুবাবু পৰ্য্যন্ত বিস্ময়াপন্ন হইলেন । বই হইতে মুখ সরাইয়া দেখিলেন সে” তেমনি একমনে সেলাই করিা যাইতেছে যেন, এ কথা তাহার মুখ দিয়া একেবারেই বাহির হয় নাই | * * * বেলা কলহ-প্রিয় রমণী নয়, এবং, মোটের উপর সে সুশিক্ষিতা । দেখিয়াছে শুনিয়াছে অনেক, এবং বয়সও বোধ করি পয়ত্ৰিশের উপরের