পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ' Sఎbr সিদ্ধহস্ত। কিন্তু আজ একটু নিয়মের ব্যতিক্রম করতে হবে । আজ ছোটর খোষামোদ না করলে ইতরজনের ভাগ্যে মিষ্টারের অঙ্কে একেবারে শূন্ত পড়বে। f বেলা বারান্দা হইতে ফিরিয়া আসিয়া বসিল । হরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন বৌদি ? গভীর স্নেহে নীলিমার চোখ সজল হইয়া উঠিল, কহিল, অমন মিষ্টি কথা অনেকদিন শুনিনি ভাই, তাই শুনতে একটু লোভ হয়। তবে, আরস্ত কোরব নাকি ? আচ্ছা এখন থাকৃ। তোমরা ও-ঘরে গিয়ে কাপড় ছাড়োগে, আমি জামা পাঠিয়ে দিচ্চি। কিন্তু কাপড় ছাড়া হলে ? তার পরে ? নীলিমা সহাস্তে কহিল, তার পরে চেষ্টা করে দেখিগে ইতর-জনের ভাগ্যে যদি কোথাও কিছু জোটাতে পারি। হরেন্দ্র বলিল, কষ্ট কোরে চেষ্টা করতে হবেনা বোঁদি, শুধু একবার চোখ মেলে চাইবেন। আপনার অন্নপূর্ণার দৃষ্টি যেখানে পড়বে, সেখানেই অন্নের ভাড়ার উথ লে যাবে। চলো অজিত, আর ভাবনা নেই, আমরা ততক্ষণ ভিজে কাপড় ছেড়ে আসিগে, এই বলিয়া সে অজিতের হাত ধরিয়া টানিতে টানিতে পাশের ঘরে প্রবেশ করিল।