পাতা:শেষ প্রশ্ন.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । లిచిన একটু থামিয়া বলিলেন, সত্যিই ত। জীবনটা সত্যিই তো আর ছেলে-খেলা নয়। ভগবানের এতবড় দান তো সে জন্যে আসেনি। আর-একজন কেউ আর-এক-জনের জীবনে বিফল হ’ল বলে সেই শূন্ততারই চিরজীবন জয় ঘোষণা করতে হবে, এমন কথাই বা তাকে বোলুবো কি কোরে ? ** বেলা আস্তে আস্তে বলিল, সুন্দর কথাটি । হরেন্দ্র নিঃশব্দে উঠিয়া দাড়াইয়া কহিল, রাত অনেক হ’ল বৃষ্টি কমেছে,—আজ আসি । ர * অজিত উঠিয়া দাড়াইল, কিছুই বলিলনা,—উভয়ে নমস্কার করিয়া বাহির হইয়া গেল। বেলা শুইতে গেল। ছোট-খাটো দুই-একটা কাজ নীলিমার তখনও বাকি ছিল, কিন্তু আজ সে সকল তেমনি অসম্পূর্ণ"পড়িয়া রহিল,— অন্যমনস্কের মত সেও নীরবে প্রস্থান করিল। ভূত্যের অপেক্ষায় আগুবাবু চোখের উপর হাত চাপা দিয়া পড়িয়া রহিলেন । \ প্রকাও অট্টালিকা। বেলা ও নীলিমার শয়ন-কক্ষ পরস্পরের ঠিক বিপরীত মুখে । ঘরে আলো জলিতেছিল,—এত কথা ও আলোচনার সমস্তটাই যেন নির্জন, নিঃসঙ্গ গৃহের মধ্যে আসিয়া তাহাদের কাছে ঝাপসা হইয়া গেল ;–অথচ, পরমাশ্চৰ্য্য এই যে কাপড় ছাড়িবার পূৰ্ব্বে দর্পণুের সম্মুখে দাড়াইয়া এই দুটি স্বারীর একই সময়ে ঠিক একটি কথাই কেবল মনে পড়িল—একদিন যে দিন নারী ছিলাম !