পাতা:শেষ প্রশ্ন.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sa s দশ-বারো দিন কমল আগ্রা ছাড়িয়া কোথায় চলিয়া গেছে, অথচ, আণ্ডবাবুর তাহাকে অত্যন্ত প্রয়োজন । কমবেশি সকলেই চিন্তিত, কিন্তু উদ্বেগের কালো মেঘ সবচেয়ে জমাট বাধিল হরেন্দ্রর ব্রহ্মচৰ্য্যাশ্রমের মাথার উপর। ব্রহ্মচারী হরেন্দ্র-অজিত উৎকণ্ঠার পাল্লা দিয়া এমনি শুকাইয়া উঠিতে লাগিল যে তাহদের ব্রহ্ম হারাইলেও বোধ করি এতটা হইজনা । অবশেষে তাহারাই একদিন খুজিয়া বাহির করিল। অথচ ঘটনাটা অতিশয় সামান্য। কমলের, চা-বাগানের ঘনিষ্ঠ পরিচিত একজন ফিরিঙ্গী-সাহেব বাগানের কাজ ছাড়িয়া রেলের চাকুরি লইয়া সম্প্রতি টুন্‌ডলায় আসিয়াছে ; তাতার স্ত্রী নাই, বছর দুয়েকের একটি ছোট মেয়ে ; অত্যন্ত বিব্রত হইয়া সে কমলকে লইয়া গেছে, তাহারটু ঘর-সংসার গুছাইয়া দিতে তাহার এত বিলম্ব। আজ সকালে সে বাসায় ফিরিয়াছে, অপরাহ্লে মোটর পাঠাইয়া দিয়া আগুবাবু সাগ্রহে প্রতীক্ষা করিয়া আছেন । O 'বেলার ম্যাজিষ্ট্রের বাটীতে নিমন্ত্রণ, কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সেও গাড়ীর জন্য অপেক্ষা করিতেছে । সেলাই করিতে করিতে নীলিমা হঠাৎ বলিয়া উঠিল, সে লোকটার পরিবার নেই, একটি কচি মেয়ে ছাড়া বাসায় আর কেন স্ত্রীলোক নেই, অথচ তারই ঘরে কমল স্বচ্ছদে দশ-বারো দিন কাটিয়ে দিলে। " T আশুবাবু অনেক কষ্টে ঘাড় ফিরাইয়া তাহার প্রতি চাহিলেন, এ কুধার তাৎপৰ্য্য যে কি ঠাহর করিতে পারলেননা। নীলিমা যেন আপন-মনেই বলিতে লাগিল, ও যেন ঠিক নদীর