পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন లిSty নইলে সব কথা খুলে বলতে বাধ তো । ই কমল, তোমাকে আমি আপনি বোলতাম, না তুমি বলে ডাকতাম ? কমল কহিল, তুমি বলে। কিন্তু এমন নিৰ্ব্বাসনে যাইনি যে এর মধ্যেই তা ভুলে গেলেন। না ভুলিনি, শুধু একটু খট্কা বেধেছিল। বাধবারই কথা। সে যাকৃ। সাত আট দিন থেকে তোমাকে আমরা খুজছিলাম। আমার কিন্তু ঠিক খোজা নয়, পাবার জন্যে যেন মনে মনে তপস্যা করছিলাম। কিন্তু তপস্তার শুষ্ক গাম্ভীৰ্য্য তাহার মুখে নাই, তাই, অকৃত্রিম স্নেহেঁর মিষ্ট একটুখানি পরিহাস কল্পনা করিয়া কমল হারিয়া কহিল, এ সৌভাগ্যের হেতু ? আমি তো সকলের পরিত্যক্ত দিদি, ভদ্র-সমাজের কেউ তো আমাকে চায়না। এই সম্ভাষণটি নুতন। নীলিমার দুই চোখ হঠাৎ ছল ছল করিয়া আসিল, কিন্তু সে চুপ করিয়া রহিল। আশুবাবু থাকিতে গারিলেননা, মুখ ফিরাইয়া বলিলেন, ভদ্রসমাজের প্রয়োজন হয় তো এ অম্বুযোগের জবাব তারাই দেবে, কিন্তু আমি জানি জীবনে কেউ যদি তোমাকে সত্যি কোরে চেয়ে থাকে তো এই নীলিমা। এতখানি ভালোবাসা হয়ত তুমি কারো কখনো পাওনি কমল । কমল কহিল, সে আমি জানি । নীলিমা চঞ্চলপদে উঠিয়া দাড়াইল । কোথাও যাইবার জন্য নহে, এই ধরণের আলোচনায় ব্যক্তিগতৃ ইঙ্গিতে চিরদিনই সে যেম অস্থির হইয়া পড়িত –বন্ধক্ষেত্রে প্রিয়জনে তাহাকে ভুল বুঝিয়াছে, তথাপি এমৃনিই ছিল তাহার স্বভাব। কথাটা তাড়াতাড়ি চাপা দিয়া কহিল, কমল, তোমাকে আমাদের দু’টো খবর দেবার আছে । { чу с FA