পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిరిరి * শেষ প্রশ্ন মতের মিল না হলে,যে শক্তিমান, দুৰ্ব্বলকে সে দণ্ড দেয়। এ ব্যবস্থা প্রাচীন কাল থেকে চলে আসচে। এতে বলুবার কি আছে ? আশুবাবুর ক্ষোভের সীমা রহিলনা, বলিলেন, এ তোমার কি কথা কমল ? সন্তানের সঙ্গে পিতার তো শক্তি-পরীক্ষার সম্বন্ধ নয়-যে দুৰ্ব্বল বলেই তাকে শাস্তি দিতে চাইচি ? কঠিন হওয়া যে কুত কঠিন, সে কেবল পিতাই জানে ; তবুও যে এতবড় কঠোর সঙ্কল্প করেছি সে শুধু তাকে ভুল থেকে বাচাবে বলেই তো ? সত্যিই কি এ তুমি বুতে পারোনি ? কমল মাথা নাড়িয়া বলিল, পেরেছি। কিন্তু কথা আপনার না শুনে যদি সে ভুলই করে, তার দুঃখ সে পাবে। কিন্তু, ; ঃখ নিবারণ করতে পারলেনুন বলে কি রাগ কোরে তার দুঃখের বোঝা সহস্র গুণে বাড়িয়ে দেবেন ? একটুখানি থামিয়া বলিল, আপনি তার সকল আত্মীয়ের পরমাত্মীয়। ফেলোকটাকুে অত্যন্ত মন্দ বলে জেনেছেন তারই হাতে নিজের মেয়েকে চিরদিনের মত নিঃস্ব নিরুপায় কোরে বিসর্জন দেবেন,—ফেরবার পথ তার কোনদিন কোন দিক থেকেই খোলা রাখবেননা ? আণ্ডবাবু বিহ্বল চক্ষে চাহিয়া রহিলেন, একটা কথাও তার মুখে আসিলন,—শুধু দেখিতে দেখিতে দুই চক্ষু অশ্রুপ্রাবিত হইয়া বড় বড় ফোটায় জল গড়াইয়া পড়িল । কিছুক্ষণ এমনি ভাবে কটিবাবু পরে তিনি জামার হাতায় চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া ধীরে ধীরে মাথা নাড়িলেন,—ফেরধাঁর পথ এখনি আছে কমল, পরে নেই। স্বামী ত্যাগ কোরে যে-ফেরা, জগদীশ্বর করুন সে যেন না আমাকে চোখে দেখতে হয়। কমল কুহিল, এ অষ্টায়। বরঞ্চ, আমি কামনা করি ভুল যদি