পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ' రి89 একটি কথাও যোগ করে নাই, এখন কহিল, আমিও সব কথা তোমার স্পষ্ট বুঝতে পারিনি কমল, কিন্তু এটুকু অনুভব কর্চি যে, ঘরের অন্যান্য জানালা গুলোও খুলে দেওয়া চাই। এ তো চোখের দোষ নয়,— দোষ বন্ধ বাতায়নের। নইলে, যে-দিকটা খোলা আছে সে দিকে দাড়িয়ে আমুরণ চেয়ে থাকূলেও এ ছাড়া কোন কিছুই কোনদিন চোখে পড়বেনা। কমল উঠিয়া দাড়াইতে আশুবাবু ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, যেয়োনা কমল, আর একটুখানি বোসো। মুখে অন্ন নেই, চোখে ঘুম নেই –অবিশ্রাম বুকের ভেতরটায় যে কি করচে স্কে তোমাকে আমি বোঝাতে পুারবোনা। তবু আর একবার চেষ্টা করে দেখি তোমার কথাগুলো যদি সত্যিই বুঝতে পারি। তুমি কি যথার্থই বোলুচ আমি চুপ করে থাকি, আর এই কুত্ৰ ব্যাপারটা হয়ে যাকৃ ? কমল বলিল, মণি যদি তাকে ভালোবেসে থাকে আমি তা কুত্ৰ বলতে পারিনে। ' . কিন্তু এইটেই যে তোমাকে একশোবার বোঝাতে চাচ্চি, কমল, এ মোহ, এ ভালোবাসা নয়,—এ ভুল তার ভাঙবেই। কমল কহিল, শুধু ভুলই যে ভাঙে তা নয়, আশুবাবু, সত্যিকার ভালোবাসাও সংসারে এম্‌নি ভেঙে পড়ে। তাই, অধিকাংশ ভালোবাসার বিবাহই হয়ে যায় ক্ষণস্থায়ী। এই জন্যেই ও-দেশের এতো দুর্নাম, এতে বিবাহ ছিন্ন করার মামলা। • শুনিয়া আশুবাবু সহসা যেন একটা আলো দেখিতে পাইলেন, উচ্ছসিত আগ্রহে কহিয়া উঠিলেন, তাই বলে কমল, তাই বলে । এ যে আমি স্বচক্ষে অনেক দেখে এসেচি। নীলিমা অবাক হইয়া চাহিয়া রহিল।