পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e8e * শেষ প্রশ্ন বাসার সবটুকু হোতে, মেয়ের সম্বন্ধে বাপের দুশ্চিন্তার কথাই উঠতোনা, —কিন্তু তা’ নয়। আমি বই পড়িনি, জ্ঞান-বুদ্ধি কম, তর্ক কোরে তোমাকে বোঝাতে পারবোনা, কিন্তু মনে হয়, আসল জিনিসটির সন্ধান তুমি আজও পাওনি ভাই। শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, বিশ্বাস,—কাড়া-কাড়ি কোরে এদের পাওয়া যায়মা, অনেক দুঃখে, অনেক বিলম্বে এরা দেখা দেয় । যখন দেয়, তখন রূপ-যৌবনের প্রশ্নটা যে কোথায় মুখ লুকিয়ে থাকে, কমল, খোজ পাওয়াই দায় । তাঙ্ক-ধাঁ কমল এক নিমিষে বুলি উপস্থিত আলোচনায় ইহা অগ্রাহ। প্রতিবঙ্গও নয়, সমর্থনও নয়, নীলিমার নিজস্ব আপন কণা। চাহিয়া দেখিল উজ্জ্বল দীপালোকে নীলিমার এলো-মেলো ঘন-কৃষ্ণ চুলের শুামল ছায়ায় সুন্দর মুখখানি অভাবিত ঐ ধারণ করিয়াছে, এবং প্রশান্ত চোশ্নের সজল দৃষ্টি সকরুণ সিন্ধতায় কুলে কুলে ভরিয়া গেছে। কমল মনে মনে কহিল, ইহা নবীন সুৰ্য্যোদয়, অথবা শ্রান্ত রবির অস্তগমন, এ জিজ্ঞাসা বৃথা—আরক্ত আভায় আকাশের যে দিকটা আজ রাঙা হইয়া উঠিয়াছে—পূৰ্ব্ব-পশ্চিম দিক-নির্ণয় না করিয়াই সে ইহারই উদ্দেশে সশ্রদ্ধ নমস্কার জানাইল । 'शिनिझे দুই তিন পরে আগুবাবু সহসা চকিত হইয়া কহিলেন, কমল, তোমার কথাগুলি আমি আর একবার ভালো ক’রে ভেবে দেখবো, কিন্তু আমাদের কথাগুলোকেও তুমি এ ভাবে অবজ্ঞা কোরোনা । . বহু বহু মানবেই একে সত্য বলে স্ত্রীকার করেছে,—মিথ্যে দিয়ে কখনো এত লোককে ভোলানো যায়না । কমল অন্যমনস্কের মত একটুখানি হাসিয়া ঘাড় নাড়িল, কিন্তু জবাব দিল সে নীলিমাকে কহিল, যা দিয়ে একটা ছেলেকে ভোলানো যায়, তাই দিয়ে লক্ষ ছেলেকেও ভোলানো যায়। সংখ্যা বাড়াটাই