পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন • છે8ના অবিচ্ছেদে বলিয়া শেষে শ্রান্ত হইয়া কহিল, কখনো হা, কখনো না । হেঁয়ালি ছাড়া কি তুমি কথা বলতে জানোনা ? কমল হাতের সেলাইট সোজা করিতে করিতে কহিল, মেয়ের হেঁয়ালিই ভালোবাসে,—ওটা স্বভাব। তাহলে সেভাবের প্রশংসা করতে পারিনে। স্পষ্ট বলতে একটু শেখো, নইলে সংসারে কাজ চলেনা । আপনিও হেঁয়ালি বুঝতে একটু শিখুন, নইলে, ও-পক্ষের অসুবিধেও এমুনি হয়। এই বলিয়া সে হাতের কাজটা পাট করিয়া টুক্‌রিত্রে রাখিয়া বলিল, স্পষ্ট করার লোভ যাদের বডড বেশি, বক্তা হলে ভার খবরের কাগজে বক্তৃতা ছাপায়, লেখক হলে লেখে নিজের গ্রন্থের ভূমিকা, আর, নাট্যকার হলে তারাই সাজে নিজের নাটকের নায়ক । ভাবে, অক্ষরে যা প্রকাশ পেলেনা হাত-পা নেড়ে তাকে ব্যক্ত করা চাই। তারা ভালোবাসলে যে কি করে সেইটে শুধু জানিনে। কিন্তু একটু বমুন, অামি আলোটা জেলে আনি । এই বলিয়া সে দ্রুত উঠিয়া ও-ঘরে চলিয়া গেল । G মিনিট পাঁচ-ছয় পরে ফিরিয়া আসিয়া সে আলোটা টেবিলের উপর রাখিয়া নীচে মেঝেতে বসিল । অজিত বলিল, বক্তা বা লেখক বা নাট্যকার কোনটাই আমি নই, সুতরাং, তাদের হয়ে কৈফিয়ৎ দিতে পারবোনা, কিন্তু তারা ভালোবাসলে কি করে জানি। তারা শৈকুবিবাহের ফন্দি আঁটেন,— স্পষ্ট, পরিচিত রাস্তায় পা দিয়ে ইটে। তাদের অবর্তমানে অন্তের খাওয়া-পরার কষ্ট না হয়, আশ্রয়ের জন্যে বাড়ী-ওয়ালার শরণাপন্ন না হতে হয়, অসম্মানের আঘাত যেন না— কমল মাঝখানে থামাইয়া দিয়া কহিল," হয়েছে, হয়েটে হাসিয়া