পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ' HI e দ্বিধা করিতেছিল, হরেন্দ্র বুঝে নাই তাহা নয়, তবুও সহাস্তে কহিল, বোলো হে সতীশ, জাত যাবেনা। কাশী ফেরৎ যত উচুতেই ਚੋਂ থাকো তার চেয়েও উচু যায়গা সংসারে অাছে এ কথাটা ভুলোনা। না, সে জন্তে নয়, বলিয়া সতীশ অপ্রতিত হইয়া বসিয়া পড়িল। তাহার মুখ দেখিয়া কমল হাসিল, বলিল, খোচা দেওয়া আপনার মুখে সাজেন হরেনবাবু। আশ্রমের প্রতিষ্ঠাতাও আপনি, মোহন্তমহারাজও আপনি । ওঁরা বয়সেও ছোট, পাণ্ডাগিরিতেও খাটো । ওঁদের কাজ শুধু আপনার উপদেশ ও আদেশ মেনে চলা । সুতরাং— হয়েদ্রে কহিল, সুতরাংটা সম্পূর্ণ অনাবশুক। আগ্রমের প্রতিষ্ঠাতা হয়ত আমিই, কিন্তু মোহান্ত ও মহারাজ হচ্চেন দুই বন্ধু সতীশ ও রাজেন । একজনের কাজ আমাকে উপদেশ দেওয়া এবং আন্তর কাজ ছিল সাধ্যমত আমাকে না-মেনে চলা । একজনের তো পাত্তা নেই, অন্যজন ফিরে এলেন ঢের বেশি তত্ত্ব-সঞ্চয় কোরে। ভয় হচ্চে ওর সঙ্গে সমানতালে পা ফেলে চলতে হয়ত আর পরে উঠবোনা । এখন ভাব না কেবল ওই অৰ্দ্ধ-অভুক্ত ছেলের পাল নিয়ে। কাশী-কাঞ্চী ঘুরিয়ে সেগুলোকে ও ফিরিয়ে এনেচে । ইতিমধ্যে আচার-নিষ্ঠার যে লেশমাত্র ক্রটি ঘটেনি তা তাদের পানে চেয়েই বুঝেচি, শুধু ক্ষোত এই যে, আর একটুখানি চেপে তপস্যা করালে ফিরে আসার গাড়ী ভাড়াটা আমায় আর লাগতোনা । i_ কমল ব্যণর সহিত প্রশ্ন করিল, ছেলেরা বুঝি খুব রোগ হয়ে গেছে ? L 7 - হরেন্দ্র কহিল, রোগ ? অাশ্রম-পরিভাষায় হয়ত তার কি একটা নাম আছে-সতীশ জানতেও পারে,–কিন্তু, আধুনিক-কালের আঁকা, শুক্রাচার্য্যের তপোবনে কচের ছবি দেখেচোঁ ?" দেখোনি তাহলে