পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ' wඑං68 কঠিন প্রশ্ন । কমল বলিল, বাস্তবিক একটাও দেখিনি, এবং আপনাদেরটা ছাড়া কোনটার সঙ্গে কোন পরিচয়ই নেই। o তবে ? [. কমল হাসিমুখে কহিল, চোখে কি সমস্তই দেখা যায় ? আপনাদের আশ্রমের শ্রয় কেরাটাই চোখে দেখে এলাম, কিন্তু বৃহৎ বস্তু লাভের ব্যাপারটা যে আড়ালেই রয়ে গেল । সতীশ কহিল, আপনি আবার উপহাস করচেন । & তাহার ক্ষুব্ধ মুখের চেহারা দেখিয়া হরেন্দ্র স্নিগ্ধস্বরে বলিল, না না সতীশ; উপহাস নয়, উনি রহস্ত করচেন মাত্র। ওটা ওঁর স্বভাব। সতীশ কহিল, স্বভাব ! স্বভাব বললেই তো কৈফিয়ৎ হয়না হরেনদা । ভারতের অতীত দিনের যা নিত্য-পূজনীয়, নিত্য-আচরণীয় ব্যাপার তাকেই অবমাননা, তাকেই অশ্রদ্ধা দেখানো হয় । একে তো উপেক্ষা করা চলেনা () হরেন্দ্র কমলকে দেখাইয়া কহিল,"এ বিতর্ক ওঁর সঙ্গে বহুবার হয়ে গেছে। উনি বলেন, অতীতের কোন দায় নেই। বস্তু অতীত হয় কালের ধৰ্ম্মে, কিন্তু তাকে ভালো হতে হয় নিজের গুণে। শুধুমাত্র প্রাচীন বলেই সে পূজ্য হয়ে ওঠেনা। যে বৰ্ব্বর জাত একদিন তার বুড়ো বাপ-মাকে জ্যান্ত পুতে ফেলতো, আজও যদি সেই প্রাচীন অকুষ্ঠানের দোহাই দিয়ে সে কৰ্ত্তব্য নির্দেশ করতে চায় তাকে 'তো ঠেকানো যায়না, সতীশ । * সতীশ ক্রুদ্ধ উচ্চ কণ্ঠে বলিয় উঠিল, প্রাচীন ভারতীয়ের সঙ্গে তো বৰ্ব্বরের তুলনা হয়না হরেনদা । হরেন্দ্র বলিল, সে অামি জানি। কিন্তু ওটা যুক্তি নয় সতীশ, ওটা গলার জোরের ব্যাপার।