পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిJ9) , শেষ প্রশ্ন কমল কহিল, পুেরেও কাজ নেই। কিন্তু এদের নিয়ে অসাধারণ, • অলৌকিক কিছু-একটা কোরে তুলতেও চাইবেননা। দীন-দুঃখীর ঘরের ছেলে সকল দেশেই আছে ; তারা যেমন কোরে তাদের বড় কোরে তোলে তেমনি কোরেই এদের মামুষ কোরে তুলুন। হরেন্দ্র বলিল, ঐস্থানে এখনো নিঃসংশয় হতুে পূরিনি কমল। মাষ্টার-পণ্ডিত লাগিয়ে তাদের লেখা-পড়া শেখাতে হয়ত পারবো, কিন্তু যে-সংযম ও ত্যাগের শিক্ষা তাদের আরস্ত হয়েছিল তার থেকে বিচ্ছিন্ন করে ওদের মানুষ করা যাবে কি না সেই আমার ভয় । কমল বলিল, হরেনবাবু, সকল জিনিসকেই অমন একান্ত, কোরে আপনারা ভাবেন বলেই কোন প্রশ্নের আর সোজা জবাবটা পাননা । সন্দেহ আসে, হয় ওরা দেবতা গড়ে উঠবে, না হয়; একেবারে উচ্ছঙ্খল, পশু হয়ে দাড়াবে। জগতের সহজ, সরল, স্বাভাবিক ঐ আর চোখের সাম্নে থাকেনা। পরায়ত্ত, মন-গড়া অন্যায়ের বোধের দ্বারা সমস্ত মনকে শঙ্কায় ত্রস্ত, মলিন"কোরে রাখেন। সেদিন আশ্রমে যা দেখে এসেঁচি সে কি সংযম ও ত্যাগের শিক্ষা ? ওরা পেয়েছেকি ? পেয়েছে অপরের দেওয়া দুঃখের বোঝা, পেয়েছে অনধিকার, পেয়েছে প্রবঞ্চিতের ক্ষুধা। চীনাদের দেশে জন্ম থেকে মেয়েদের পা ছোট করা হয়। পুরুষেরা তাকে বলে সুন্দর,—সে আমার সয়, কিন্তু মেয়েরা নিজেদের সেই পন্থ, বিকৃত পায়ের সৌন্দর্ঘ্যে যখন নিজেরাই মোহিত হয়, তখন আশা করার কিছু থাকেনা। আপনারা নিজেদের কৃতিত্বে মগ্ন হয়ে রইলেন, আমি জিজ্ঞেস কোরলাম, বাঁবারা, কেমণ আছে বলো ত ? ছেলেরা একবাক্যে বললে, খুব সুখে আছি। একবার ভাবলেও না। ভাবাটাও তাদের শেষ হয়ে গেছে,—এমূনি শাসন। 'নীলিমা দিদি আমার পানে চেয়ে বোধকরি উত্তর চাইলেন, কিন্তু বুক