পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন . ૭૭8 একদিন জগতের সেই শিক্ষকের আসনই মধিকার করবে । করবেই করবে । কমল রাগ করিলনা, হাসিল । বলিল, আজ তারা ডাল ছেড়ে মাটিতে নেবেছে। কিন্তু কোন মহা অতীতে একজনের পূর্বপুরুষ পৃথিবীর গুরু ছিল, এবং কোন মহা-ভবিষ্যতে আবার তার বংশধর পৈতৃক পেশা ੇ পাবে এ আলোচনায় সুখ পেতে হলে অজিতবাবুকে ধরুন । আমার অনেক কাজ । হরেন্দ্র বলিল, আচ্ছা, নমস্কার। আজ আসি। বলিয়া বিবন্ধ গম্ভীর মুখে নিস্ক্রান্ত হইয়া গেল । SoNe

    • ' আট-দশ দিন পরে কমল আগুবাবুর বাটীতে দেখা করিতে আসিল । যাহাদের লইয়া এই আখ্যায়িকা তাহাদের জীবনে এই কয়দিনে একটা বিপৰ্য্যয় ঘটিয়া গেছে। অথচ, আকস্মিকও নয়, অপ্রত্যাশিতও নয় । কিছুকাল হইতে এলো-মেলো বাতাসে ভাসিয়া টুকরা মেঘের রাশি আকাশে নিরন্তর জমা হইতেছিল ; ইহার পরিণতি সম্বন্ধে বিশেষ সংশয় ছিলনা,—ঘটিলুও তাই । Q

ফটকের দরওঁয়ান অনুপস্থিত। বাটীর নীচের বারান্দায় সাধারণতঃ, কেহ বসিতনা, তথাপি, খানকয়েক চৌকী, মেজ ও দেওয়ালের গায়ে কয়েকটা বড়লোকের ছবি টাঙানো ছিল, আজ সেগুলা অন্তৰ্হিত। শুধু ছাদ হইতে লম্বমান কালি-মাখানো লণ্ঠনটা এখনও বুলিতেছে।