পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ৩৭২ অমূল্য সম্পদ—কোথাও তার আজ দাড়াবার স্থান নেই। তার ব্যর্থতা আমার বাকি দিনগুলোকে শূলের মতো বিধবে । ভাবি, সে আর যদি কাউকে ভালোবাসতো। এ তার কি ভুল ! ' কমল কহিল, ভুল সংশোধনের দিন তো তার শেষ হয়ে যায়নি কাকাবাবু। কি রকম ? সে কি আবার কাউকে ভালোবাসতে পারে তুমি মনে করো ? ጙ অন্ততঃ, অসম্ভব তো নয়। আপনার জীবনে যে এমন ঘটুতে পারে তাই কি কখনো সস্তব মনে কোরেছিলেন ? কিন্তু নীলিমা ? তার মত মেয়ে ? কমল কহিল, তা’ জানিনে ! কিন্তু যাকে পেলেন, পাওয়া যাবেনা, তাকেই স্মরণ কোরে সারাজীবন ব্যর্থ নিরাশায় কাটুকএই কি তার জন্যে আপনি প্রার্থনা করেন ? (I আশুবাবুর মুখের দীপ্তি অনেকঞ্চনি মলন হইয়া গেল। বলিলেন, না, সে প্রার্থনা করিনে। ক্ষণকাল স্তব্ধ থাকিয়া কহিলেন, কিন্তু আমার কথাও তুমি বুঝবেন, কমল। আমি যা পারি, তুমি তা পারোনা। সত্যের মূলগত সংস্কার তোমার এবং আমার জীবনের এক নয়,—একান্ত বিভিন্ন। এই জীবনটাকেই যারা মানব-আত্মার চরম প্রাপ্তি বলে জেনেছে তাদের অপেক্ষা করা চলেনা,—balance of yarning– তৃষ্ণার শে, বিন্দু জল তাদের নুিঃশেষে পান কোরে না নিলেই নয় ; কিন্তু আমরা জন্মান্তর মানি, প্রতীক্ষা করার সময় আমাদের অনন্ত,— উপুড় হয়ে শুয়ে খাবার প্রয়োজনই হয়না । AL কমল শান্তকণ্ঠে কহিল, এ কথা মানি কাকাবাবু। কিন্তু, তাই বলে তো অৗপনার সংস্কারকে যুক্তি বলেও মাধতে পারবোনা ; আকাশ }