পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)이 이 • শেষ প্রশ্ন —অন্তর ও বাহির. একই স্বরে বাধা—এই কথাটাই আর একবার • তাহার স্মরণ হইল । নীল্পিমা দ্বারের নিকট হইতে নমস্কার করিয়া চলিয়া গেল। ঘরেও চুকিলনা, কাহারও প্রতি চাহিয়াও দেখিলনা । অনেকক্ষণ পৰ্য্যন্ত কমুল তেমনি ভাবেই তাহার হাতের উপর হাত বুলাইয়া দিতে লাগিল, কথাবাৰ্ত্তা কিছুই হইলনা। যাবার পূৰ্ব্বে আস্তে আস্তে বলিল, শুধু যদু ছাড়া এ বাড়ীতে পুরনো কেউ আর রইলন । যছ ? ই, আপনারু পুরনো চাকর । কিন্তু সে তো নেই মা । তার ছেলের অসুখ, দিন পাচেক হোলো ছুটি নিয়ে দেশে গেছুে । C আবাবু অনেকক্ষণ কোন কথা হইলনা। আশুবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, সেই রাজেন ছেলেটির কোন খবর জানো, কমল ? না, কাকাবাবু। যাবার আগে তাকে একবার দেখবার ইচ্ছে হয় । তোমরা দু’টিতে যেন ভাই বোন, যেন একই গাছের দুটুি ফুল এই বলিয়া তিনি চুপ করিতে গিয়া হঠাৎ যেন কথাটা মনে পড়িল, বলিলেন, তোমাদের যেন মহাদেবের দারিদ্র্য। টাকা-কড়ি ঐশ্বৰ্য্য-সম্পদ অপরিমিত,--- কোথায় যেন অন্যমনস্কে সে সব ফেলে এয়োচে । খাঁজে দেখলাবও গরজ নেই,—এমূনি তাচ্ছিল। কমল সহাস্তে কহিল, সে কি কাকাবাবু। রাজেনের কথা জানিনে, কিন্তু আমি দু-পয়সা পাবার জন্তে দিনরাত কত খাটি । , আগুবাবু বলিলেন, সে শুনতে পাই। তাই, ব’সে বসে ভাবি । ফিরিতে কমলের ফুিলৰ হইল । যাবার সময় আগুবাবু বলিলেন,