পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© °ል :: * শেষ প্রশ্ন • কমল কহিল, বেশ করেছেন। কিন্তু ওগুলো কি নীচেই পড়ে থাকবে ? চুরি যাবে.যে । শুনিয়া অজিত ব্যস্ত হইয়া উঠিল,—যায়নি তো । একটা চামড়ার বাক্সে অনেকগুলো টাকা আছে । " কমল ঘাড় নাড়িয়া বলিল, খুব ভালো । এক জxতর,মানুষ আছে তারা আশি বচ্ছরে সাবালক হয়না । তাদের মাথার ওপর অভিভাবক একুজন চাই-ই। এ ব্যবস্থা ভগবান কৃপা করে করেন। চা থাকৃ, নীচে আসুন। ধরা-ধরি কোরে তোলবার চেষ্টা করা যাক্ । SA বাড়ী-য়ালা এইমাত্র পুরা-মাসের ভাড়া চুকাইয়া লইয়া গেল । ইতস্ততঃ-বিক্ষিপ্ত জিনিস-পত্রের মাঝখানে, বিশৃঙ্খল কক্ষের একধারে ক্যাম্বিশের ইঞ্জি-চেয়ারে অজিত চোখ বুজিয়া গুইয়া । মুখ শুষ্ক, দেখিলেই বোধ হয় চিন্তাগ্রস্ত মনের মধ্যে সুখের লেশমাe নাই । কমল বাধা ছাদা জিনিসগুলার ফর্দ মিলাইয়া কাগজে টুকিয়া রাখিতেছিল। স্থানত্যাগের আসন্নতায় কাজের মধ্যে তাহার চঞ্চলতা নাই,–যেন প্রাত্যহিক নিয়মিত ব্যাপার। কেবল একটুখানি যেন বেশি নীরব। . . সান্ধ্য-ভোজের নিমন্ত্রণ তুশিল্প হরেন্দ্রর নিকট হইতে । লোকের হাতে নয়,—ডাকে। অজিত চিঠিপ্তানি পড়িল । অীশুবাবুর- বিদায়উপলক্ষে এই আয়োজন । পরিচিত অনেককেই আৰুন করা হইয়াছে । নীচের এক কোণে ছোট্ট করিয়া লেখা,—কমল, নিশ্চয় এসো ভাই । নীলিমা । •