পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । రిy ফিরিয়াছেন, নইলে শেষ-দেখার হয়ত আর সুযোগ ঘটিতনা । দুঃখ থাকিয়া যাইত । ■ কমল বলিল, অজিতবাবু আসেননি,—শরীরটা ভালো নয়"। আমি এসেছি অনেকক্ষণ । ū অনেকক্ষণ ? ছিলে কোথায় ? নীচে । ছেলেদের ঘরগুলো ঘুরে-ঘুরে দেখছিলাম । দেখছিলাম, ধৰ্ম্মকে তো ফাকি দিলেন, কৰ্ম্মকেও ঐ সঙ্গে ফাকি দিলেন কি না ! এই বলিয়া সে হাসিয়া ঘরে আসিয়া বসিল । -সে যেন বর্ষার বন্য-লতা। পরের প্রয়োজনে নয়, আপন প্রয়োজনেই আত্মরক্ষার সকল সঞ্চয় লইয়া যেন মাটি ফুড়িয়া উৰ্দ্ধে মাথা তুলিয়াছে। পারিপাশ্বিক বিরুদ্ধতার ভয়ও নাই, ভাবনাও নাই,–যেন কাটার বেড়া দিয়া বাচানোর প্রশ্নই বাহুল্য। ঘরে আসিয়া বসিল,—কতটুকুই বা ! তথাপি মনে হইল যেন রূপে, রসে, গৌরবে স্বকীয় মহিমার একটি স্বচ্ছন্দ আলো সে সকল জিনিসেই ছড়াইয়া দিল । ঠিক এই ভাবটিই প্রকাশিত হইল হরেন্দ্রর কথায় আর দুটি নারীর সম্মুখে শালীনতায় হয়ত কিছু ক্রটি ঘটিল, কিন্তু আবেগ ভরে বলিয়া ফেলিল,—এতক্ষণে মিলন-সভাটি আমাদের সম্পূর্ণ হোলো । কমল ছাড়া ঠিক এমৃনি কথাটি আর কেউ বলতে পারতেন । Ç তৃক্ষয় কহিল, কেন ? দর্শন শাস্ত্রের কোন স্থম্ম তত্ত্বটি এতে পরিস্ফুট হোলো শুনি ? , কমল সহাস্তে হরেন্দ্রকে কহিল, এবার বলুন ? দিন এর জবাব ? হরেন্দ্র এবং অনেকেই মুখ ফিরাইয়া বোধ হয় হাসি গোপন করিল। অক্ষয় নীরস কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি কমল, আমাকে চিনতে, পারো ত ?