পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిసె 9 শেষ প্রশ্ন নির্বিয় শাস্তিতে বহিয়া চলিয়াছে ! একখানি চিঠির জন্য তাহার কি কৌতুহল, কি সকাতর সত্যকার প্রার্থনা ! উপরে আসিয়া"দেখিল নীলিমা ব্যতীত সবাই যথাস্থানে উপবিষ্ট । এ তাহার স্বভাব,—বিশেষ কেহ কিছু মনে করেনা। আশুবাবু বলিলেন, হবুেদ্র একটি চমৎকার কথা বলছিলেন কমল। শুনলে কুঠাৎ হেঁয়ালি ব’ল ঠেকে, কিন্তু বস্তুতঃই সত্য । বলছিলেন, লোকে এইটিই বুঝতে পারেনা যে, প্রচলিত সমাজ-বিধি লঙ্ঘন করার দুঃখ শুধু চরিত্রবল ও বিবেক-বুদ্ধির জোরেই সহা যায় । মানুষে বাইবের অন্যায়টাই দেখে, অস্তরেব প্রেরণার খবর রাখেন । এইখানেই যত দ্বন্দু,য'ত বিরোধের স্থষ্টি।" কমল বুঝিল ইহার লক্ষ্য সে এবং অজিত। সুতরাং চুপ করিয়া রহিল। এ কথা বলিলনা যে উচ্ছঙ্খলতার জোরেও সমাজ-বিধি লঙ্ঘন । করা যায়ণ দুৰ্ব্ব দ্ধি ও বিবেক-বুদ্ধি এক পদার্থ নয়। বৈলা ও মালিনী উঠিয়া দাড়াইল, তাত দের যাবার সময় হইয়াছে। কমলকে সম্পূর্ণ অগ্রাহ করিয়া তপরা হরেন্দ্র ও আওবাবুকে নমস্কার করিল । এই মেয়েটির সম্মুখে সৰ্ব্বক্ষণই তাতাপ নিজেদের ছোট মনে করিয়াছে শেফবেল্লায় তাহার শোধ দিল উপেক্ষা দেখাইয়া । চলিয়া গেলে আশুবাবু সমেস্কে কহিলেন, কিছু মনে কোরোনা মা, এ ছাড়া ওঁদের আর হাতে কিছু নেই। আমিও তো ওই দলের লোক । সবই জানি। আগুবাবু”হরেন্দ্রের সাক্ষাতে আজ এই প্রথম তাতাকে মা বালয়া ডাকিলেন ৮ কহিলেন, দৈবাং ওঁর পদস্থ ব্যক্তিদের ‘ভাৰ্য্যা • গহঁসার্কেলের মানুষ । ইংরেজি বল -কওয়া, চলা-ফেরা,৭eবশ-ভূষায় আপ-টু-ডেট । এটুকু ভুলে যে ওদের একেবারে পুজিতে বা পড়ে, কমল । রাগ কবুলেও ওদের প্রতি অবিচার হয় ।