পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন • こぬ8 কমল হাসিমুখে কহিল, রাগ তো করিনি। • W আগুবাবু বলিলেন, করবেন তা জানি। রাগ আমাদেরি হোলোনা, —শুধু হাসি পেলে । কিন্তু তুমি বাসায় যাবে কি কোরে মা, আমি কি তোমাকে পৌছে দিয়ে বাড়ী যাবো ? বাঃ—নইলে যাবো কি কোরে ? পাছে লোকের চোখে পড়ে এই ভয়ে সে নিজেদের মোটর ফিরাইমা দিয়াছিল । i. বেশ, তাই হবে । কিন্তু, আর দেরী করাও হয়ত উচিত হবেনা,— কি কুলো ? {} সকলেরই স্মরণ হইল যে তিনি আজও সম্পূর্ণ সারিয়া উঠেন নাই। সিড়িতে জুতার শব্দ শুনা গেল, এবং পরক্ষণে সকলে পরম বিস্ময়ে নিরীক্ষণ করিল যে দ্বারের বাহিরে আসিয়া অজিত দাড়াইয়াছে। হরেন্দ্র কলকণ্ঠে অভ্যর্থনা করিল,—হালো ! বেটার লেট স্থান নেভার! এ কি সৌভাগ্য ব্রহ্মচৰ্য্যাইভার ! অজিত অপ্রতিভ হইয়া বলিল, নিতে এলাম । కర్ర్চক্ষের পলকে একটা অভাবিত দুঃসাহসিকল তাহার ভিতরের কথাগুলা সজোরে ঠেলিয়া গলা দিয়া বাহির করিয়া দিল। কহিল, নইলে তো আর দেখা হোতোনা। আমরা আজ ভোর রাত্রেই দু'জনে চলে যাচ্চি। আজই ? এই ভোরে ? হা । আমাদের সমস্ত প্রস্তুত। ঐখান থেকে অামাদের যাত্রা হবে ক্ষুরু । ব্যাপদষ্ট অজানা নয়, তথাপি সকলেই যেন লজ্জায় স্নান কুইয়া উঠিল। নিঃশব্দ পদক্ষেপে নীলিমা আসিয়া ঘরের একপাশে বসিল &