পাতা:শেষ প্রশ্ন.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ף פגס , অজিত সলজে স্বীকার করিয়া জানাইল, কথাটা তাই বটে। সে অভুক্ত আসে নাই। -এইট শেষের রাত্রি স্মরণ করিয়া সভা ভাঙিয়া দিবার কাহারও ইচ্ছা ছিলনা, কিন্তু আগুবাবুর স্বাস্থ্যের দিকে চাহিয়া উঠিবার আয়োজন কুরিতে হইল। হরেন্দ্র কমলের কাছে আসিয়া শলা থাটো করিয়া কলিল, এতদিনে আসল জিনিসটি পেলে কমল, তোমাকে অভিনন্দন ট্রানাই। কমল তেমনি চুপি-চুপি জবাব দিল, পেয়েছি ? অন্ততঃ সেই আশীৰ্ব্বাদই করুন । , হরেন্দ্র আর কিছু বলিলন। কিন্তু কমলের কণ্ঠস্বরে সেই দ্বিধাহীন পরম নিঃসংশ্বয় সুরটি যে বাজিলন। তাহাও কানে ঠেকিল। তবু . এমনিই হয়। বিশ্বের এমনিই বিধান ।

  • দ্বারের আড়ালে ডাকিয়া নীলিমা চৌখ মুছিয়া বলিল, কমল, আমাকে ভুলোনা যেন। ইহাঙ্গেধিক সে বলিতে পারিলনা ।

কমল ষ্ট্রে হইয়া নমস্কার করিল। বলিশ দিদি, আমি আবার মাসবে কিন্তু যুবার আগে আপনার কাছে একটি মিনতি রেখে যাবো জীবনে কল্যাণকে কখনো অস্বীকার করবেননা । তার সত্য রূপ আনন্দের রূপ। এই রূপে সে দেখা দেয়—তাকে আর কিছুতে চেনা যায়না । , আর যাই কেননা কবো দিদি, অবিনাশ বাবুর ঘরে তারু বেগার খাটন্ত্রত রাজী হোস্থোনা । নীলিমা কহিল, তাই ਝੇ ਵਿ। ,আগুবাবু গাড়ীতে উঠিলে কমল হিন্দুরীতিতে, পায়ের খুলা লইয়া প্ৰণাম করিল। তিনি মাথায় হাত রাখিয় আর একবার আশীৰ্ব্বাদ করিলেন। বলিলে তোমার কাছ থেকে একটি খাটি তত্ত্বের সন্ধান