পাতা:শেষ প্রশ্ন.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন আশুবাবু হাসিমুখে কহিলেন, স্পষ্ট কোরে বল্বার মত বিদ্যে-বুদ্ধি তোর বাপের নেই মণি,—সে তোর কুপাল। এখন খামোক অামার ওপর রাগ করলে চলবে কেন বলতো ? অজিত হঠাৎ উঠিয়া দাড়াইয়া কহিল, মাথাটা একটু ধরেছে, বাইরে বাইরে খানিক ঘুরে অাসিগে । আশুবাবু ব্যস্ত হইয়া বলিলেন, মাথার অপরাধ নেই বার, কিন্তু এই হিমে ? এই অন্ধকারে ? দক্ষিণের একটা খোলী জানাল দিয়া অনেকখানি স্নিগ্ধ জ্যোৎস্না নীচের কাপেটের উপর ছড়াইয় পড়িয়াছিল, অজিত সেই দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট করিয়া কহিল, হিম হয়ত একটু পড়চে, কিন্তু অন্ধকার নেই। "বাই, একটু ঘুরে আসি। কিন্তু হেঁটে বেড়িয়োনা ! না । গাড়ীতেই যাবো । * গাড়ীর ঢাকৃনাটা তুলে দিয়ে, অজিত, যেন হিম লাগেনা T অজিত সম্মত হইল। আশুবাবু বলিলেন, তাহলে অবিনাশ ৱাবুকেও অমূনি পৌছে দিয়ে যেয়ো । কিন্তু, ফিরতে যেন দেরি না হয়। আচ্ছা, বলিয়া অজিত অবিনাশবাবুকে সঙ্গে করিয়া বাহির হইয়া গেলে আশুবাবু মৃদ্ধ হাস্ত করিয়া কহিলেন, এ ছেলের মোটরে ঘোরা বাতিক দেখচি এখনো যায়নি। এই ঠাণ্ডায় চলুলো বেড়াতে ।