পাতা:শেষ প্রশ্ন.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ԳԵ আমাকে একলা নিয়ে যেতে আপনার কত সঙ্কোচই না হয়েছিল, আমিও যদি সেই ভয়েই পেছিয়ে যেতাম এমন আনন্দটি ত অদৃষ্টে ঘটুতোনা । 画 অজিত কহিল, কিন্তু শেষ পর্য্যন্ত না দেখে নিশ্চয় করে ত কিছুই বলা যায়না। ফিরে গিয়ে আনন্দের পরিবর্তে নিরানন্দও ত অদৃষ্ট্রে লেখা থাকৃতে পারে। কমল কহিল, এই অন্ধকার নির্জন পথে একলা আপনার পাশে বসে উৰ্দ্ধশ্বাসে কতদূরেই না বেড়িয়ে এলাম। আজ আমার কি ভালই যে লেগেছে তা’ আর বলতে পারিনে । so অজিত বুঝিল কমল তাহার কথায় কান দেয় নাই,—সে যেন নিজের কথা নিজেকেই বলিয়া চলিতেছে। গুনিয়া লজ্জা পাইবার মত হয়ত সত্যই ইহাতে কিছু নাই, তবুও প্রথমটা সে যেন সঙ্কুচিত হইয়া উঠিল। এই মেয়েটির সম্বন্ধে বিরুদ্ধ কল্পনা ও অশুভ জনশ্রুতির অতিরিক্ত বোধহয় কেহই কিছু জানেন,—যাহা জানে তাহারও হয়ত অনেকখানিই মিথ্যা,—এবং সত্য যাহা আছে তাহাতেও হয়ত অসত্যের ছায়া এমনি ঘোরালো হইয়া পড়িয়াছে যে চিনিয়া লইবার পথ নাই। ইচ্ছা করিলে যাচাই কবিয়া যাহারা দিতে পারে তাহারা দেয়না, যেন সমস্তটাই তাহাদের কাছে একেবারে নিছক পরিহাস । অজিত চুপ করিয়া আছে, ইহাতেই কমলের যেন চেতনা হইল । কহিল, ভালো কথা, কি বলছিলেন, ফিরে গিয়ে আনন্দের বদলে নিরানন্দ অদৃষ্টে লেখা থাকৃতে পারে ? পারে বই কি । , অজিত কহিল, তাহলে ? து. O কমল বলিল, তাহলেও এ প্রমাণ হয়না,যে-আনন্দ আন্ধু পেলাম তা পাইনি ।