পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն Ֆ শেষ প্রশ্ন বলিতে গিয়া তাহার মুখে বাধিল, তবুও কহিল, তাকেই বা বস্তে দেননি কেন ? 4 কমল কহিল, এই তো মানুষের স্তু ভুত, ভাবে সবই বুঝি তাদের নিজের হাতে, কিন্তু কোথায় বোসে যে কে সমস্ত হিসেব ওলটপালট কোরে দেয় কেউ তার সন্ধান পায়না। আপনার চয়ে কি বেশি চিনি দেব ? অজিতু কহিল, দিন ৯ চিনি আর দুধের লোতেই আমি চ খাই, নইলে ওতে আমার কোন স্পৃহা নেই। কমল কহিল, আমিও ঠিক তাই। কেন যে মাষ্ট্ৰষে এগুলো খায় আমি ত ভেবেই পইনে। অথচ এর দেশেই আমার জন্ম। আপনার জন্মভূমি বুঝি তাহলে আসামে ? শুধু আসাম নয়, একেবারে চা-বাগানের মধ্যে । তবুও চায়ে আপনার রুচি নেই ? একেবারে না। লোকে দিলে খাই শুধু ভদ্রতার জন্যে । অজিত চায়ের বাটি হাতে করিয়া চারিদিকে চাহিয়া দেখিয়া কহিল, এইটি বুঝি আপনার রান্নাঘর ? কমল বলিল, হা । " и অজিত জিজ্ঞাসা করিল, আপনি নিজেই রাধেন বুঝি ? কিন্তু কই, অাজকে রাধবার ত সময় পাননি ? কমল কহিল, না । অজিত ইতস্ততঃ করিতে লাম্বিল। কমল তাহার মুখের প্রতি চাহিয়া হাসিমুখে বলিল, এবার জিজ্ঞাসা করুন তাহলে আপনি খবেন কি ? তার জবাবে আমি বোলব, রাত্রে আমি খাইলে । সমস্ত দিনে কেবল একটিবার মাত্ৰ খাই ।