পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

じr○ শেষ প্রশ্ন কমল সঙ্গে সঙ্গে উঠিয়া দাড়াইল । অজিত কহিল, যদি অনুমতি করেনত কাল আসি । হা, আসবেন । এই বলিয়া সে পিছনেLঞ্জছনে নিচে নামিং আসিল । অজিত বার কয়েক ইতস্ততঃ করিয়া কহিল, যদি অপরাধ স্থা নেন ত একটা কথু জিজ্ঞাসা করে যাই। শিবনাথবাব কত দিন হ’ল আসেননি। ( ) হ’ল অনেক দিন। এই বলিয়া সে হাসিল। অজিত তাহার লণ্ঠনের আলোকে স্পষ্ট দেখিতে পাইল এ হাসির জাতই আলাদা । তাহার পূৰ্ব্বেকার হাসির সহিত কোথাও ইহার কোন অংশেই সাদৃশ্য নাই । ఇ অজিত যখন বাড়ী ফিরিল তখন গভীর রাত্রি। পথ নীরব, দোকানপাট বন্ধ,—কোথাও মানুষের চিন্তু মাত্র নাই। ঘড়ি খুলিয়া দেখিল তাহা দমের অভাবে আটটা বাজিয়া বন্ধ হইয়াছে। এখন হয়ত একটু, না-হয়ত দুইটা,—ঠিক যে কত কোন আন্দাজ করিতে পারিল না। আশুবাবুর গৃহে এতক্ষণ যে একটা অত্যন্ত উৎকণ্ঠার ব্যাপাকু চলিতেছে তাহা নিশ্চিত ; শোওয়ার কথা দুরে থাকৃ, হয়ত খাওয়া-দাওয়া পৰ্য্যন্ত বন্ধ হইয়া আছে। ফিরিয়া সে যে কি বলিবে ভাবিয়া পাইল না । সত্য ঘটনা বলা যায় না । কেন যায় না সে তর্ক নিফল, কিন্তু যায়