পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন br8 না । বরঞ্চ, মিথ্যা বলা যায়। কিন্তু, মিথ্যা বলার অভ্যাস তাহার ছিলনা, না হইলে মোটরে একাকী বাহির হইয়া বিলম্বের কারণ উদ্ভাবন করিতে ভাবিতে হয়না । , গেট খোলা ছিল । দরওয়ান সেলাম করিয়া জানাইলে যে সোফার নাই, সে তাহাকে খুজিতে বাহির হইয়াছে। গাড়ী আস্তাবলে রাখিয়া অজিত আগুবাবুর বসিবার ঘরে গিয়া প্রবেশ করিতেই দেখিল তিনি তখনও শুইতে যান নাই, অসুস্থ দেহ লইয়াও একাকী অপেক্ষা করিয়া আছেন। উদ্বেগে সোজা উঠিয়া বসিয়া বলিলেন, এই যে ! আমি বার বার বলুচি" কি একটা এ্যাকৃসিডেণ্ট হয়েছে। কতবার তোমাকে বলেচি, পথে-ঘাটে কখনো একৃলা বার হতে নেই। বুড়োর কথা খাটুলো ত ? শিক্ষে হোল ত ? অজিত সলজে একটুখানি হাসিয়া কহিল, আপনাদের এতখানি ভাবিয়ে তোল্বার জন্যে আমি অতিশয় দুঃখিত। I দুঃখ কাল কোরো। ঘড়ির খানে তাকিয়ে দ্যাখো দুটো বাজে। দুটি খেয়ে এখন শোওগে । কাল শুনবো সব কথা। যছ! যছ – ' সে ব্যাটাও কি গেল নাকি তোমাকে খুজতে ? o অজিত বলিল, দেখুন ত আপনাদের অন্যায়। এত বড় সহরে কোথায় সে আমাকে পথে পথে খুজবে ? আগুবাবু বলিলেন, তুমি ত বললে অন্যায়। কিন্তু আমাদের যা’ হচ্ছিল তা’ আমরাই জানি । এগারোটার সময় শিবনাথের গান-বাজনা বন্ধ হয়েছুে তখন থেকে,—মুণই বৰ গ্যালে কোথায় ? তাকেও ত তখন থেকে দেখচিনে । অজিত ৰহিল, বোধ হয় শুয়েছেন। শোবে কি হে ? এখনো যে তার * খাওয়াও হয়নি। বলিয়াই