পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br☾ শেষ প্রশ্ন র্তাহার হঠাৎ একটা কথা মনে হইতে জিজ্ঞাসা করিয়া উঠিলেন, আস্তাবলে কোচম্যানকে দেখলে ? • অজিত কহিল, কই না । 愈 তবেই হয়েছে। এই বলিয়া আগুবার দুশ্চিন্তায় অার একবার সোজা হইয়া বসিয়া কহিলেন, যা ভেবেচি তাই । গাড়ীট নিয়ে সেও দেখচি খুঁজতে বেরিয়েছে। দ্যাখে দিকি অন্যায়। পাছে বারণ করি, এই ভয়ে একটা কথাও বলেনি। চুপি চুপি চলে গেছে। কখন ফিরবে কে জানে। আজ রাতটা তা হলে জেগেই কাটলো। আমি দেখচি গাড়ীটা আছে কি না । এই বলিয়া তীজিত ঘর হইতে বাহির হইয়া গেল। আস্তাবলে গিয়া দেখিল গাড়ী মজুত এবং ঘোড়া মাঝে মাঝে পা ঠুকিয়া হৃষ্টচিত্তে ঘাস খাইতেছে। তাহার একটা দুশ্চিন্তা কাটিল । নিচের বারান্দার উত্তর প্রান্তে কয়েকটা বিলাতী বাউ ও পাম গাছ বহু অযত্ন মাথায় করিয়াও কোনমতে টিকিয়াছিল, তাহারই উপরে মনোরমার শয়নকক্ষ । তখনও ঘরে আলো জ্বলিতেছে কি না জানিবার জন্য অজিত সেই দিক দিয়া ঘুরিয়া আণ্ডবাবুর কাছে যাইতেছিল, ঝোপের মধ্যে হইতে মানুষের গলা কানে গেল। অত্যন্ত পরিচিত কণ্ঠ। কথা হইতেছিল কি একটা গানের সুর লইয়া । দোষের কিছুই নয়,—তাহার জন্য ছায়াচ্ছন্ন রক্ষতলের প্রয়োজন ছিলনা। ক্ষণকালের জন্য অজিতের দুই পা অসাড় হইয়া রহিল। কিন্তু ক্ষণকালের জন্যই। আলোচনা চলিতেই লাগিল ; সে যেমন নিঃশব্দে আসিয়াছিল, তেমনি নিঃশবো প্রস্থান করিল ৬ উভয়ের কেহ জানিতেও পরিলন তাহাদের এই নিশীত বিশ্রস্তালাপের কেহ সাক্ষী ব্রহিল । আগুবাবু ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, খবর পেলে৭ অজিত কহিল, গাড়ী-ঘোড়া আস্তাবলেই আছে। মণি বাইরে যাননি।